নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাইরে বের হওয়ার সময় প্রয়োজনীয় জিনিস রাখার জন্য হাতব্যাগ নেওয়া হয়। এই হাতব্যাগে হীরা যেমন বসানো যায়, তেমনি পাটের সুতা দিয়েও নকশা করা যায়। প্রয়োজনীয় জিনিস বহনের পাশাপাশি ব্যাগ এখন আভিজাত্যেরও প্রতীক। আমাদের অনেকের ধারণারও বাইরে এসব ব্যাগের দাম।
৫ লানা মার্কস ক্লিওপেট্রা ক্লাচ
৪ লাখ ডলার বা প্রায় ৩ কোটি ৪৪ লাখ টাকার এই ব্যাগ তারকাদের কাছে ব্যাপক জনপ্রিয়। প্রতিবছর নতুন নতুন রঙে ও ডিজাইনে ব্যাগটি বানানো হয়। এক বছরের জন্য একটিই বাজারে আসে। দাম ওঠানামা করে ১ লাখ থেকে ৪ লাখ ডলারের মধ্যে। এই দামি ব্যাগটির মালিক চীনের নায়িকা ও গায়িকা লি বিংবিং। এতে আছে ৪০ ক্যারেটের ১ হাজার ৬০০ সাদা হীরা।
৪ আর্মেস চেইনড অ্যাঙ্কর ব্যাগ
নোঙর আকৃতির চেইন দিয়ে মাত্র তিনটি ব্যাগ তৈরি হয়েছে পৃথিবীতে। আদতে এ রকম ডিজাইনের ব্যাগ আগে কখনো দেখা যায়নি। এই চেইনের ওপরেই বসানো আছে ১ হাজার ১৬০টি হীরা। এর দাম ১৪ লাখ ডলার বা প্রায় ১২ কোটি ৩ লাখ টাকা।
৩ আর্মেস বিয়ারকিন ব্যাগ
ব্যাগটি ফরাসি ব্র্যান্ড আর্মেসের হলেও এর নকশাকার গিনজা তানাকা। জাপানের এই খ্যাতনামা ডিজাইনারের তৈরি ব্যাগটি প্লাটিনামের। এতে বসানো আছে ২ হাজার হীরা। ব্যাগটির মাঝামাঝি অংশে আছে সাদা হীরা। চাইলে এটি খুলে কাপড় আটকানোর ব্রোচ বা লকেট হিসেবেও ব্যবহার করা যায়। ব্যাগটির দাম ১৪ লাখ ডলার বা প্রায় ১২ কোটি ৩ লাখ টাকা।
২ আর্মেস কেলি রোজ গোল্ড
লাক্সারি ফ্যাশন ও অ্যাকসেসরিস ব্র্যান্ড আর্মেস ও অলংকার নির্মাতা কোম্পানি পিয়ার্স হার্ডির যৌথ উদ্যোগে ব্যাগটি তৈরি করা হয়। কুমিরের চামড়ায় তৈরি এ ব্যাগ রোজ গোল্ড সোনা দিয়ে মোড়ানো। এতে ১ হাজার ১৬০টি হীরা বসানো আছে। সারা বিশ্বে এ রকম মাত্র ১২টি ব্যাগ রয়েছে। এর দাম ২০ লাখ ডলার বা প্রায় ১৭ কোটি ১৯ লাখ টাকা।
১ মুয়াওয়াড ১০০১ নাইটস ডায়মন্ড পার্স
হৃদয় আকারের এ ব্যাগটি ২০১১ সাল থেকে বিশ্বের সবচেয়ে দামি ব্যাগের রেকর্ড ধরে রেখেছে। এতে আছে ৪ হাজার ৩৫৬টি সাদা হীরা, ১০৫টি হলুদ হীরা ও ৫৬টি গোলাপি হীরা। ব্যাগটিতে আরও ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা। এটি বানাতে সময় লেগেছে ৮ হাজার ৮০০ ঘণ্টা। এটি বিক্রি হয় হংকংয়ের এক নিলামে। দাম ওঠে ৩৮ লাখ মার্কিন ডলার বা প্রায় ২১ কোটি ৬৭ লাখ টাকা।
সূত্র: লাক্সহ্যাবিটাট
বাইরে বের হওয়ার সময় প্রয়োজনীয় জিনিস রাখার জন্য হাতব্যাগ নেওয়া হয়। এই হাতব্যাগে হীরা যেমন বসানো যায়, তেমনি পাটের সুতা দিয়েও নকশা করা যায়। প্রয়োজনীয় জিনিস বহনের পাশাপাশি ব্যাগ এখন আভিজাত্যেরও প্রতীক। আমাদের অনেকের ধারণারও বাইরে এসব ব্যাগের দাম।
৫ লানা মার্কস ক্লিওপেট্রা ক্লাচ
৪ লাখ ডলার বা প্রায় ৩ কোটি ৪৪ লাখ টাকার এই ব্যাগ তারকাদের কাছে ব্যাপক জনপ্রিয়। প্রতিবছর নতুন নতুন রঙে ও ডিজাইনে ব্যাগটি বানানো হয়। এক বছরের জন্য একটিই বাজারে আসে। দাম ওঠানামা করে ১ লাখ থেকে ৪ লাখ ডলারের মধ্যে। এই দামি ব্যাগটির মালিক চীনের নায়িকা ও গায়িকা লি বিংবিং। এতে আছে ৪০ ক্যারেটের ১ হাজার ৬০০ সাদা হীরা।
৪ আর্মেস চেইনড অ্যাঙ্কর ব্যাগ
নোঙর আকৃতির চেইন দিয়ে মাত্র তিনটি ব্যাগ তৈরি হয়েছে পৃথিবীতে। আদতে এ রকম ডিজাইনের ব্যাগ আগে কখনো দেখা যায়নি। এই চেইনের ওপরেই বসানো আছে ১ হাজার ১৬০টি হীরা। এর দাম ১৪ লাখ ডলার বা প্রায় ১২ কোটি ৩ লাখ টাকা।
৩ আর্মেস বিয়ারকিন ব্যাগ
ব্যাগটি ফরাসি ব্র্যান্ড আর্মেসের হলেও এর নকশাকার গিনজা তানাকা। জাপানের এই খ্যাতনামা ডিজাইনারের তৈরি ব্যাগটি প্লাটিনামের। এতে বসানো আছে ২ হাজার হীরা। ব্যাগটির মাঝামাঝি অংশে আছে সাদা হীরা। চাইলে এটি খুলে কাপড় আটকানোর ব্রোচ বা লকেট হিসেবেও ব্যবহার করা যায়। ব্যাগটির দাম ১৪ লাখ ডলার বা প্রায় ১২ কোটি ৩ লাখ টাকা।
২ আর্মেস কেলি রোজ গোল্ড
লাক্সারি ফ্যাশন ও অ্যাকসেসরিস ব্র্যান্ড আর্মেস ও অলংকার নির্মাতা কোম্পানি পিয়ার্স হার্ডির যৌথ উদ্যোগে ব্যাগটি তৈরি করা হয়। কুমিরের চামড়ায় তৈরি এ ব্যাগ রোজ গোল্ড সোনা দিয়ে মোড়ানো। এতে ১ হাজার ১৬০টি হীরা বসানো আছে। সারা বিশ্বে এ রকম মাত্র ১২টি ব্যাগ রয়েছে। এর দাম ২০ লাখ ডলার বা প্রায় ১৭ কোটি ১৯ লাখ টাকা।
১ মুয়াওয়াড ১০০১ নাইটস ডায়মন্ড পার্স
হৃদয় আকারের এ ব্যাগটি ২০১১ সাল থেকে বিশ্বের সবচেয়ে দামি ব্যাগের রেকর্ড ধরে রেখেছে। এতে আছে ৪ হাজার ৩৫৬টি সাদা হীরা, ১০৫টি হলুদ হীরা ও ৫৬টি গোলাপি হীরা। ব্যাগটিতে আরও ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা। এটি বানাতে সময় লেগেছে ৮ হাজার ৮০০ ঘণ্টা। এটি বিক্রি হয় হংকংয়ের এক নিলামে। দাম ওঠে ৩৮ লাখ মার্কিন ডলার বা প্রায় ২১ কোটি ৬৭ লাখ টাকা।
সূত্র: লাক্সহ্যাবিটাট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪