Ajker Patrika

দামি ব্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৫: ০০
দামি ব্যাগ

বাইরে বের হওয়ার সময় প্রয়োজনীয় জিনিস রাখার জন্য হাতব্যাগ নেওয়া হয়। এই হাতব্যাগে হীরা যেমন বসানো যায়, তেমনি পাটের সুতা দিয়েও নকশা করা যায়। প্রয়োজনীয় জিনিস বহনের পাশাপাশি ব্যাগ এখন আভিজাত্যেরও প্রতীক। আমাদের অনেকের ধারণারও বাইরে এসব ব্যাগের দাম।

৫ লানা মার্কস ক্লিওপেট্রা ক্লাচ

৪ লাখ ডলার বা প্রায় ৩ কোটি ৪৪ লাখ টাকার এই ব্যাগ তারকাদের কাছে ব্যাপক জনপ্রিয়। প্রতিবছর নতুন নতুন রঙে ও ডিজাইনে ব্যাগটি বানানো হয়। এক বছরের জন্য একটিই বাজারে আসে। দাম ওঠানামা করে ১ লাখ থেকে ৪ লাখ ডলারের মধ্যে। এই দামি ব্যাগটির মালিক চীনের নায়িকা ও গায়িকা লি বিংবিং। এতে আছে ৪০ ক্যারেটের ১ হাজার ৬০০ সাদা হীরা।

আর্মেস চেইনড অ্যাঙ্কর ব্যাগ

নোঙর আকৃতির চেইন দিয়ে মাত্র তিনটি ব্যাগ তৈরি হয়েছে পৃথিবীতে। আদতে এ রকম ডিজাইনের ব্যাগ আগে কখনো দেখা যায়নি। এই চেইনের ওপরেই বসানো আছে ১ হাজার ১৬০টি হীরা। এর দাম ১৪ লাখ ডলার বা প্রায় ১২ কোটি ৩ লাখ টাকা।

৩ আর্মেস বিয়ারকিন ব্যাগ

ব্যাগটি ফরাসি ব্র্যান্ড আর্মেসের হলেও এর নকশাকার গিনজা তানাকা। জাপানের এই খ্যাতনামা ডিজাইনারের তৈরি ব্যাগটি প্লাটিনামের। এতে বসানো আছে ২ হাজার হীরা। ব্যাগটির মাঝামাঝি অংশে আছে সাদা হীরা। চাইলে এটি খুলে কাপড় আটকানোর ব্রোচ বা লকেট হিসেবেও ব্যবহার করা যায়। ব্যাগটির দাম ১৪ লাখ ডলার বা প্রায় ১২ কোটি ৩ লাখ টাকা।

আর্মেস কেলি রোজ গোল্ড

লাক্সারি ফ্যাশন ও অ্যাকসেসরিস ব্র্যান্ড আর্মেস ও অলংকার নির্মাতা কোম্পানি পিয়ার্স হার্ডির যৌথ উদ্যোগে ব্যাগটি তৈরি করা হয়। কুমিরের চামড়ায় তৈরি এ ব্যাগ রোজ গোল্ড সোনা দিয়ে মোড়ানো। এতে ১ হাজার ১৬০টি হীরা বসানো আছে। সারা বিশ্বে এ রকম মাত্র ১২টি ব্যাগ রয়েছে। এর দাম ২০ লাখ ডলার বা প্রায় ১৭ কোটি ১৯ লাখ টাকা।

মুয়াওয়াড ১০০১ নাইটস ডায়মন্ড পার্স

হৃদয় আকারের এ ব্যাগটি ২০১১ সাল থেকে বিশ্বের সবচেয়ে দামি ব্যাগের রেকর্ড ধরে রেখেছে। এতে আছে ৪ হাজার ৩৫৬টি সাদা হীরা, ১০৫টি হলুদ হীরা ও ৫৬টি গোলাপি হীরা। ব্যাগটিতে আরও ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা। এটি বানাতে সময় লেগেছে ৮ হাজার ৮০০ ঘণ্টা। এটি বিক্রি হয় হংকংয়ের এক নিলামে। দাম ওঠে ৩৮ লাখ মার্কিন ডলার বা প্রায় ২১ কোটি ৬৭ লাখ টাকা।

সূত্র: লাক্সহ্যাবিটাট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত