Ajker Patrika

মুন্সিগঞ্জ পাসপোর্ট অফিসে সেবা নিতে গিয়ে জুতাপেটার শিকার তরুণ

মুন্সিগঞ্জ সংবাদদাতা
Thumbnail image

মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে গিয়ে সেখানে দায়িত্বে থাকা আনসার ও কম্পিউটার অপারেটরের হাতে এক তরুণ মারধর ও জুতাপেটার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মনির মীর (২১) শ্রীনগর উপজেলার বালাশুর ইউনিয়নের কামারগাঁও এলাকার শামসু মীরের ছেলে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে জেলা শহরের খালইস্ট এলাকায় মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভেতরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মনির মীর সাংবাদিকদের জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পাসপোর্ট অফিসে ফিঙ্গারপ্রিন্ট দিতে সিরিয়ালে দাঁড়ান তিনি। বেলা সাড়ে ৩টা পর্যন্ত অপেক্ষা করেও ফিঙ্গার দিতে পারেননি। একপর্যায়ে বিরক্ত হয়ে অফিসের দরজায় জোরে ধাক্কা দেন। এ সময় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. শাজালাল ও আনসার সদস্য মনির একটি কক্ষে নিয়ে ভুক্তভোগীকে প্রথমে কিল-ঘুষি ও একপর্যায়ে জুতাপেটা করেন।

অভিযোগের বিষয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিস মুন্সিগঞ্জের উপপরিচালক কামাল হোসেন খন্দকার বলেন, ‘বিষয়টি সমঝোতা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত