Ajker Patrika

বিজয়ের অনুষ্ঠানে বিদেশি গান, সমালোচনা

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৫: ০৩
বিজয়ের অনুষ্ঠানে বিদেশি গান, সমালোচনা

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দুই শিক্ষাপ্রতিষ্ঠানে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বিদেশি গান বাজিয়ে নৃত্য পরিবেশন করা হয়েছে। বিজয়ের দিনে দেশাত্মবোধক গান না বাজিয়ে বিদেশি গান বাজানোয় সমালোচনার মুখে পড়েছেন শিক্ষাপ্রতিষ্ঠান দুটোর প্রধানেরা। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

বিজয় দিবসের দিনে গত বৃহস্পতিবার সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়াবাজার এলাকার ফোকাস আইডিয়াল একাডেমি ও এএমপি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে মঞ্চে হিন্দি গানের তালে তালে নাচ শুরু হয়।

সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হওয়া এএমপি উচ্চ বিদ্যালয়ের তিন মিনিটের একটি ভিডিওচিত্রে দেখা যায়, বিজয় অনুষ্ঠানের আলোচনা মঞ্চে হিন্দি গানের তালে তালে প্রধান শিক্ষক মমিনুল ইসলাম মমিনকে সঙ্গে নিয়ে চার শিক্ষার্থীকে নাচতে দেখা যায়।

এ ছাড়া ফোকাস আইডিয়াল একাডেমি বিদ্যালয়ের দুই মিনিটের একটি হিন্দি গানের নৃত্য ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে তিনজন শিক্ষার্থীকে হিন্দি গানের তালে তালে নাচতে দেখা গিয়েছে। দর্শকসারিতে শিক্ষার্থীদের সমাগম। তারাও গানের তালে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সামিজক সংগঠনের নেতা–কর্মীরা। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।

মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত বলেন, ‘বিজয়ের এই দিনে হিন্দি গানে নাচের প্রশ্নই আসে না। আজ দেশাত্মবোধক গানের মাধ্যমে সব কার্যক্রম পরিচালনা করতে হবে।’

ফোকাস আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক সেলিম মৃধা বলেন, ‘বাচ্চারা একটা হিন্দি গান চালিয়ে নৃত্য করেছে, যদিও এটা ঠিক হয়নি। সবাইকে বলে ফেসবুক থেকে ওই ভিডিও ‘ডিলিট’ করিয়েছি।’

এএমপি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম মমিনকে একাধিকবার কল দিলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত