Ajker Patrika

প্রার্থীর খিচুড়ি পার্টি পণ্ড, জরিমানা

বাবুগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৫
প্রার্থীর খিচুড়ি পার্টি পণ্ড, জরিমানা

বরিশালের বাবুগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি পার্টি ও জনসভার আয়োজন করেছিলেন এক প্রার্থী। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহায়তায় এটি পণ্ড করে দেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁদপাশা ৩ নম্বর ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকের পদপ্রার্থী ও বর্তমান মেম্বার মো. জাকির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান জানান, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাকির হোসেন তার বাড়িতে প্রায় ২০০০ লোকের খাবার আয়োজন করেন। তাই তাকে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা অনুয়ায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ৪ পাতিল খিচুড়ি মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করে স্থানীয় এতিমখানায় ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

ইউপি সদস্য পদপ্রার্থী মো. জাকির হোসেন বলেন, ‘আমি প্রচার শেষে আমার কর্মী সমর্থকদের খাওয়ানোর জন্য খিচুড়ি রান্না করেছি। কিন্তু প্রতিপক্ষরা বিষয়টি প্রশাসনকে অবহিত করলে প্রশাসন এসে আয়োজন পণ্ড করে দিয়েছেন।’ মো. জাকির হোসেন ক্ষোভ প্রকাশ করে জানান, তাঁর ওয়ার্ডে অন্য প্রার্থীরা গরু কেটে খাওয়ালেও তাতে সমস্যা হয় না। আইন সবার জন্য সমান হওয়া উচিত।’

উল্লেখ্য, চতুর্থ ধাপের চাঁদপাশা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ২৬ ডিসেম্বর ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৬ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ৩১ জন ইউপি সদস্য পদপ্রার্থী এবং ১০ জন সংরক্ষিত ইউপি সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত