Ajker Patrika

বলাৎকারের অভিযোগে শিক্ষক কারাগারে

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৫: ৩০
বলাৎকারের অভিযোগে শিক্ষক কারাগারে

ফরিদপুরের সদরপুরে বলাৎকারের অভিযোগ গ্রেপ্তার এক মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার আলী আকবর (২৩) নামে ওই শিক্ষককে কারাগারে পাঠানো হয়। এর আগে গত মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, ভুক্তভোগী ওই ছাত্র (১০) মাদ্রাসার আবাসিক হলে প্রতিদিনের ন্যায় ঘুমালে গত সোমবার রাতে শিক্ষক আলী আকবর তাকে বলাৎকার করেন। শিশুটির কান্নাকাটির খবর পেয়ে পর দিন তার মা এলে সে ঘটনাটি জানায়। পরে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশকে খবর দেন। এ ঘটনায় সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ৯ / ১ ধারায় শিশুটির মা মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত কারাগারে পাঠান।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত