Ajker Patrika

নৌকার নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৬: ০৯
নৌকার নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ

রাজবাড়ীতে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ জন্য আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী আবু বক্কার সিদ্দিককে দায়ী করেছেন নৌকার প্রার্থী বজলুর রশিদ মিলন। তবে আবু বক্কার এ অভিযোগ অস্বীকার করেছেন।

আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বজলুর রশিদ মিলন বলেন, শুক্রবার নির্বাচনী কার্যক্রম শেষ করে রাত ১২টার দিকে সবাই বাড়ি চলে যান। সকালে ওই এলাকার নৌকার কর্মীরা অফিসে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে তাঁকে জানায়। তাঁর ধারণা, বিদ্রোহী প্রার্থী আবু বক্কার সিদ্দিকীর সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান তিনি।

অভিযোগ অস্বীকার করে বিদ্রোহী প্রার্থী আবু বক্কার সিদ্দিকী বলেন, ‘এসব কাজ আমরা কখনো করি না। কারও অফিস ভাঙচুর করে কখনো ভোট পাওয়া যায় না। ভোট দেবে সাধারণ জনগণ। আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছি। প্রশাসন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করুক। যদি আমি দোষী হই, যে শাস্তি দেয় মাথা পেতে নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি আধুনিক পুলিশ, সাংবাদিকদের ভয় করে চলি না’

বিশ্বকে জানিয়ে দেব, বর্তমান সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদ: গোবিন্দ প্রামাণিক

কমিশনের প্রথম পর্বের আলোচনায় যে ৬২ বিষয়ে ঐকমত্য হয়েছে

মহড়া দিয়ে রাকসু দখলের স্বপ্ন না দেখার পরামর্শ ছাত্রদল নেতার

লন্ডনের আকাশসীমা বন্ধ ঘোষণা, ফ্লাইট বাতিলে ভোগান্তিতে হাজারো যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত