Ajker Patrika

ইউপি সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১২: ৪৬
Thumbnail image

কক্সবাজারের পেকুয়ার রাজাখালী ইউনিয়নের লালজানপাড়ায় শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তিসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল করিম বাদী হয়ে পেকুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

আহত ব্যক্তিরা হলেন শারীরিক প্রতিবন্ধী আব্দুল করিম (৫৫), তাঁর স্ত্রী মনোয়ারা বেগম (৫০) ও মেয়ে হালিমা বেগম (২০)।

আব্দুল করিম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার দখলীয় একটি খাসজমি জোর করে দখলের চেষ্টা করছিলেন ভাই আব্দুল কাদের ও রুহুল আমিন। গত শুক্রবার সকালে স্থানীয় ইউপি সদস্য গোলাম রহমান তাঁদের পক্ষ হয়ে আমার ওপর চড়াও হয়। এ সময় আমার পরিবারের সদস্যরা এগিয়ে এলে গোলাম রহমানসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। ইউপি সদস্য গোলাম রহমান আমাকে পিটিয়ে জখম করেছে। তার লাঠির আঘাতে আমার মাথা ফেটে গেছে। তার সঙ্গে থাকা লোকজনের হামলায় আমার স্ত্রী মনোয়ারা বেগমের পায়ে ও মেয়ে হালিমা বেগম জখম হয়েছে।’

মারধরের অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য গোলাম রহমান বলেন, ‘জমি নিয়ে ভাইদের ঝামেলা মেটাতে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আমি কাউকে মারধর করিনি।’

পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত