Ajker Patrika

বানারীপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১০: ৫৩
বানারীপাড়ায়  অবৈধ স্থাপনা উচ্ছেদ

বানারীপাড়ায় সরকারি জায়গায় অবৈধভাবে নির্মাণ করা তিনটি স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহার নেতৃত্বে গতকাল শনিবার সকাল থেকে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা ইসলাম রিক্তা অভিযানে অংশ নেন। এ সময় বানারীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাফর আহম্মদ পুলিশ ফোর্সের নেতৃত্ব দেন।

উচ্ছেদ অভিযানে বানারীপাড়া ফেরি ঘাটের নতুন চরের জমিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানার তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এ বিষয়ে মাওলাদ হোসেন সানা জানান, তিনি ওই জায়গা ভূমি অফিস থেকে ইজারা নিয়েছেন। আগামী ২০ নভেম্বর পর্যন্ত ইজারার মেয়াদ রয়েছে।

এ বিষয়ে অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা জানান, যে তিনটি স্থাপনা ভাঙা হয়েছে তা সরকারি সম্পত্তি। ওই দাগের জমি কাউকে ইজারা বা লিজ দেওয়া হয়নি। তাই উন্নয়নের স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া যারা সেতুর নামে নদীর দু’পারে খুঁটি দিয়ে বালু ভরাট করছিলেন সেগুলোও বন্ধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসামি গ্রেপ্তারে র‍্যাবকে ভুল তথ্য, বগুড়া ডিবির ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

গাজায় ৮ জনকে প্রকাশ্যে গুলি করে মারল হামাস

সব ‘নোট অব ডিসেন্ট’ স্পষ্ট থাকবে জুলাই সনদে, সেটাই যাবে গণভোটে: সালাহউদ্দিন আহমদ

ভল্ট থেকে উইন্ডো গ্রুপের কোটি টাকা চুরি, ডেপুটি ম্যানেজারসহ গ্রেপ্তার ২

গণভোট আর নির্বাচন এক দিনে করার প্রস্তাব উদ্ভট: জামায়াত নেতা তাহের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত