Ajker Patrika

যুবলীগের ১৬ শাখা কমিটি বিলুপ্ত

মনোহরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৫: ০৯
যুবলীগের ১৬   শাখা কমিটি বিলুপ্ত

লাকসাম উপজেলা ও পৌর যুবলীগের ১৬টি শাখা কমিটি বিলুপ্ত করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ৩০ কার্যদিবসের মধ্যে বিলুপ্ত কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সম্মেলন প্রস্তুতি কমিটির নেতাদের দায়িত্ব দেওয়া হয়। লাকসাম উপজেলা যুবলীগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিলুপ্ত কমিটির মধ্যে উপজেলা যুবলীগের ৮টি ইউনিয়ন শাখা ও পৌরসভার ৮টি ওয়ার্ড শাখা রয়েছে। গত রোববার লাকসাম উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক মেয়াদ উত্তীর্ণ ১৬টি শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির মধ্যে উপজেলার কান্দিরপাড় উত্তর ও দক্ষিণ ইউনিয়ন ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মোশারফ হোসেন মজুমদার, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মো. মনির হোসেন, ৯ নম্বর ওয়ার্ড গোলাম কিবরিয়া সুমন, ৪ নম্বর ওয়ার্ড ও মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে সাজেদুল ইসলাম সজল, ৩ নম্বর ওয়ার্ডে মো. আব্দুল কাদের, ২ নম্বর ওয়ার্ডে মো. কামরুজ্জামান সোহাগ, ৫ নম্বর ওয়ার্ডে দ্বীন মোহাম্মদ লিটন, ৬ নম্বর ওয়ার্ডে মো. আসাদ, গোবিন্দপুর ইউনিয়নে কাজী নাছির উদ্দিন রাশেদ, বাকই ইউনিয়নে সুশীল আচার্য, উত্তরদা ইউনিয়নে মো. মিজানুর রহমান, লাকসাম পূর্ব (নরপাটি) ইউনিয়নে হাছান আহমেদ মজুমদার ও মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নে আবুল হোসেন স্বপন।

৩টি শাখার দায়িত্বপ্রাপ্ত উপজেলা যুবলীগের সদস্য মো. মোশারফ হোসেন মজুমদার বলেন, ছাত্রলীগের দায়িত্বে থাকাকালে সুন্দর ও স্বচ্ছ কমিটি গঠনের মাধ্যমে সুস্থ ধারার রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম। আমাদের অভিভাবক এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলামের নির্দেশনায় এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আবুল খায়েরের পরামর্শে একটি স্বচ্ছ, কার্যকর ও শক্তিশালী কমিটি উপহার দিতে পারব বলে আমি আশা করি। উল্লেখ্য, ২০১৫ সালের ২০ মার্চ উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত