Ajker Patrika

ইটনায় শান্তিপূর্ণ ভোট

মো. ফরিদ রায়হান, ইটনা থেকে ফিরে
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫১
Thumbnail image

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জের উপজেলা ইটনার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ করা হয়েছে। কঠোর নিরাপত্তায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রেও ছিল উৎসবের আমেজ। সকাল থেকে ছিল ভোটারদের ব্যাপক উপস্থিতি। কোনো অভিযোগ ছাড়াই সকাল বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

গতকাল সোমবার সপ্তম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৯৪ ও সদস্যপদে ২৭০ জনসহ ৪১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

উপজেলা সদর, এলেংজুরী ও জয়সিদ্দি ইউনিয়ন সরেজমিন দেখা যায় সকাল থেকেই কেন্দ্রে ভোটারের ব্যাপক উপস্থিতি। প্রার্থীদের মাঝেও সৌন্দর্যপূর্ণ আচরণ চোখে পড়ে। ভালোভাবে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এবার দলীয় প্রতীক না থাকায় প্রার্থীর সংখ্যা ছিল বেশি। ছিল না কোনো অভিযোগ ও সংঘর্ষের ঘটনা।

একাধিক প্রার্থী জানান, দলীয় প্রতীক বরাদ্দ না করায় মানুষ ইচ্ছেমতো পছন্দের প্রার্থী নির্বাচন করতে পেরেছেন। এতে ভোটার ও প্রার্থী সবাই খুশি।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ভোট গ্রহণে ভোট চারজন রিটার্নিং কর্মকর্তা, ৮৩ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৩৭৩ জন সহকারী প্রিসাইডিং ও ৭৪৬ জন পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয়। ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিজিবি, র‍্যাব, পুলিশ, আনসারসহ কয়েক স্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

ইটনা সদর নুরপুর ডিডি মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। মানুষ লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেছেন।’

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল আলম মোবাইল ফোনে বলেন, অভিযোগবিহীন অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ হয়েছে। অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসমুখর ছিল নির্বাচন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত