মো. ফরিদ রায়হান, ইটনা থেকে ফিরে
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জের উপজেলা ইটনার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ করা হয়েছে। কঠোর নিরাপত্তায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রেও ছিল উৎসবের আমেজ। সকাল থেকে ছিল ভোটারদের ব্যাপক উপস্থিতি। কোনো অভিযোগ ছাড়াই সকাল বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
গতকাল সোমবার সপ্তম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৯৪ ও সদস্যপদে ২৭০ জনসহ ৪১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলা সদর, এলেংজুরী ও জয়সিদ্দি ইউনিয়ন সরেজমিন দেখা যায় সকাল থেকেই কেন্দ্রে ভোটারের ব্যাপক উপস্থিতি। প্রার্থীদের মাঝেও সৌন্দর্যপূর্ণ আচরণ চোখে পড়ে। ভালোভাবে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এবার দলীয় প্রতীক না থাকায় প্রার্থীর সংখ্যা ছিল বেশি। ছিল না কোনো অভিযোগ ও সংঘর্ষের ঘটনা।
একাধিক প্রার্থী জানান, দলীয় প্রতীক বরাদ্দ না করায় মানুষ ইচ্ছেমতো পছন্দের প্রার্থী নির্বাচন করতে পেরেছেন। এতে ভোটার ও প্রার্থী সবাই খুশি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ভোট গ্রহণে ভোট চারজন রিটার্নিং কর্মকর্তা, ৮৩ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৩৭৩ জন সহকারী প্রিসাইডিং ও ৭৪৬ জন পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয়। ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিজিবি, র্যাব, পুলিশ, আনসারসহ কয়েক স্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
ইটনা সদর নুরপুর ডিডি মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। মানুষ লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেছেন।’
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল আলম মোবাইল ফোনে বলেন, অভিযোগবিহীন অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ হয়েছে। অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসমুখর ছিল নির্বাচন।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জের উপজেলা ইটনার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ করা হয়েছে। কঠোর নিরাপত্তায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রেও ছিল উৎসবের আমেজ। সকাল থেকে ছিল ভোটারদের ব্যাপক উপস্থিতি। কোনো অভিযোগ ছাড়াই সকাল বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
গতকাল সোমবার সপ্তম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৯৪ ও সদস্যপদে ২৭০ জনসহ ৪১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলা সদর, এলেংজুরী ও জয়সিদ্দি ইউনিয়ন সরেজমিন দেখা যায় সকাল থেকেই কেন্দ্রে ভোটারের ব্যাপক উপস্থিতি। প্রার্থীদের মাঝেও সৌন্দর্যপূর্ণ আচরণ চোখে পড়ে। ভালোভাবে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এবার দলীয় প্রতীক না থাকায় প্রার্থীর সংখ্যা ছিল বেশি। ছিল না কোনো অভিযোগ ও সংঘর্ষের ঘটনা।
একাধিক প্রার্থী জানান, দলীয় প্রতীক বরাদ্দ না করায় মানুষ ইচ্ছেমতো পছন্দের প্রার্থী নির্বাচন করতে পেরেছেন। এতে ভোটার ও প্রার্থী সবাই খুশি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ভোট গ্রহণে ভোট চারজন রিটার্নিং কর্মকর্তা, ৮৩ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৩৭৩ জন সহকারী প্রিসাইডিং ও ৭৪৬ জন পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয়। ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিজিবি, র্যাব, পুলিশ, আনসারসহ কয়েক স্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
ইটনা সদর নুরপুর ডিডি মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। মানুষ লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেছেন।’
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল আলম মোবাইল ফোনে বলেন, অভিযোগবিহীন অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ হয়েছে। অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসমুখর ছিল নির্বাচন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪