Ajker Patrika

সূর্যমুখীতে লাভের আশা কৃষকের

মো. খায়রুল ইসলাম, গৌরনদী
আপডেট : ০৪ মার্চ ২০২২, ১১: ৫৫
সূর্যমুখীতে লাভের আশা কৃষকের

অনাবাদি জমিতে সূর্যমুখী ফুলের চাষ করে সফলতা পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের কৃষকেরা। হলুদ সূর্যমুখী ফুলে ছেয়ে গেছে তাঁদের মাঠ।

পশ্চিম বেজহার গ্রামের কৃষক আব্দুল লতিফ সিকদার জানান, ইউপি চেয়ারম্যানের সহায়তায় কৃষি কার্যালয় থেকে বিনা মূল্যে সূর্যমুখীর বীজ ও সার নিয়ে ৩২ শতক পতিত জমিতে যৌথভাবে সূর্যমুখী ফুলের চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় লাভের আশা করছেন।

বিল্বগ্রাম এলাকার বাসিন্দা ছত্তার হাওলাদার জানান, কৃষি কার্যালয় থেকে বিনা মূল্যে সার ও বীজ পেয়ে ৩৩ শতক জমিতে সূর্যমুখী আবাদ করেছেন।

সূর্যমুখী খেতে ঘুরতে আশা রাতুল, শফিক, ফারহানা জানান, সূর্যমুখী হলুদ ফুলে ছেয়ে গেছে তাই কয়েক জন মিলে একটু ঘুরতে ও ছবি তুলতে এসেছেন। এখানে এসে সূর্যমুখী খেত ঘুরে ও ছবি তুলতে পেরে অনেক ভালো লাগছে।

মাহিলাড়া ইউনিয়ন পরিষদের কৃষিবান্ধব চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, ইউনিয়নের অনাবাদি জমিগুলোকে চাষের আওতায় নিয়ে আসার জন্য কৃষি বিভাগকে সঙ্গে নিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করে আসছে মাহিলারা ইউনিয়ন পরিষদ। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের একাধিক কৃষক অনাবাদি জমিতে সূর্যমুখী ও ভুট্টার চাষ করে সফলতা পেয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, উপজেলার ১৩ হেক্টর জমিতে সূর্যমুখী আবাদ করা হয়েছে। এর মধ্যে ১১০ জন কৃষকদের প্রণোদনার মাধ্যমে বীজ ও সার দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত