সানজিদা সামরিন, ঢাকা
মাঘের অর্ধেক চলে গেল। যতই দিন যাচ্ছে শীতের ধূসর রং ততই ফিকে হয়ে আসছে। প্রকৃতিতে ততই ছড়িয়ে পড়ছে বসন্তের রং। শিমুল-পলাশের আকাশছোঁয়া শাখায় দেখা দিচ্ছে কুঁড়ি।
নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল,
বসন্তে সৌরভের শিখা জাগল।
বসন্ত শুধু একটি ঋতুই নয়, উৎসব ও ভালোবাসার মৌসুমও। নতুন করে জেগে ওঠার সময়। নতুন পুষ্প মঞ্জুরি, নতুন চাঁদ, প্রেম আর প্রকৃতিতে রং ছড়িয়ে দিতে ফাল্গুনের রথে চড়ে আসে প্রিয় ঋতু বসন্ত। আটপৌরে কাপড়ে বসন্ত উৎসবে মেতে ওঠা মানায় না। তাই প্রতিবছরের মতো এ বছরও দেশীয় ফ্যাশন হাউসগুলো তাদের বসন্ত আয়োজনে রেখেছে রঙিন পোশাক।
পয়লা ফাল্গুন, অর্থাৎ বসন্তের প্রথম দিনটি উদ্যাপনের প্রতীক্ষায় বাঙালি মুখিয়ে থাকে। তাই ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ পয়লা ফাল্গুন উপলক্ষে আয়োজন করেছে বসন্ত উৎসবের। এই ক্যাটাগরির পোশাক ও অন্য সব সামগ্রীতে থাকবে বসন্তের ছোঁয়া।
রং ও নকশা
এবারের বসন্ত সংগ্রহে আছে মনকাড়া সব উজ্জ্বল রং—সাদা, হলুদ, সোনালি হলুদ, ম্যাজেন্টা, লাল, বাদামি, ক্রিম, নীল ও মেরুন রং। এ ছাড়া সুতি, লিনেন, হাফসিল্ক, সেমি পিউর জর্জেট, নেট কাপড়ের ওপর স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি, হাতের কাজ, কারচুপি কাজের পোশাক পাওয়া যাবে ফ্যাশন হাউসটিতে।
তরুণদের জন্য
দেশীয় ঘরানার পোশাকের পাশাপাশি তরুণদের জন্য পশ্চিমী ধাঁচের পোশাকও রয়েছে রঙ বাংলাদেশের বসন্ত সংগ্রহে। রয়েছে শাড়ি, শার্ট, থ্রিপিস, সিঙ্গেল
কামিজ, টপস, রেডি ব্লাউজ, সিঙ্গেল ওড়না, আনস্টিচড থ্রিপিস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। আরও আছে বিভিন্ন ধরনের গয়না ও মগ। রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের যেকোনো আউটলেটেই পাবেন এই বসন্ত সংগ্রহ।
পয়লা ফাল্গুনের দিনই ভালোবাসা দিবস। মানে এক দিনে উদ্যাপনের উপলক্ষ দুটি। দিবসভিত্তিক সব আয়োজনে বিশ্বরঙের শোরুমগুলোয় থাকে বিশেষ আয়োজন। এবারও এর ব্যতিক্রম হয়নি।
রং ও নকশা
এবারের বসন্ত আয়োজনে লাল, কমলা, হলুদ, সাদার মিশেলে প্রকৃতি আর ভালোবাসার বিভিন্ন প্রতীক হয়েছে পোশাক নকশার মূল উপাদান। টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপ্লিক, কাটওয়ার্ক, স্ক্রিন প্রিন্ট প্রভৃতি মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে প্রকৃতির নানা অনুষঙ্গ। পাশাপাশি ভালোবাসার বিভিন্ন প্রতীকী উপাদান
এসেছে মোটিফ হিসেবে।
পোশাক
শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবি, টি-শার্ট, কুর্তি, সালোয়ার-কামিজসহ নারী ও পুরুষের সব ধরনের পোশাক। বিশ্বরঙের আউটলেট ও অনলাইন শপ থেকে কেনা যাবে বসন্তের উপযোগী পোশাকগুলো।
ফাল্গুন ও ভালোবাসা দিবসের জন্য পোশাকের বিশেষ কালেকশন নিয়ে এসেছে দেশীয় ফ্যাশন হাউস কে-ক্র্যাফট। বসন্ত উৎসবে মেতে উঠতে নারী, পুরুষ ও শিশুদের পোশাকে নতুন স্টাইল এনেছে তারা।
রং, সুতা ও নকশা
হলুদ ও হলুদের বিভিন্ন শেড, বাসন্তী, কমলা, গাঢ় বেগুনি ও বেগুনি, কপার, মেরুন, সবুজ ও সবুজের বিভিন্ন শেড, ম্যাজেন্টাসহ বিভিন্ন উজ্জ্বল রঙের পোশাক থাকবে এবার ফ্যাশন হাউসটিতে। ফ্লোরাল, ইক্কত, জ্যামিতিক, ন্যাচারাল, টেক্সটাইল টেক্সচার ইত্যাদি মোটিফ ফুটিয়ে তোলা হয়েছে সুই-সুতা, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মাধ্যমে। লিনেন, কটন, সিল্ক, হাফ সিল্ক, ভয়েল, টু-টোন কাপড়ে তৈরি হয়েছে পোশাকগুলো।
পোশাক
শাড়ি, সালোয়ার-কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস, ফ্রক, টপস-স্কার্ট, রেগুলার ও ফিটেড পাঞ্জাবি, কটি, শার্ট ও শিশুদের পোশাক। এ ছাড়া পরিবারের সবাই মিলে একই রকম পোশাক পরতে চাইলেও ঢুঁ দিতে পারেন কে-ক্র্যাফটের আউটলেটে ও অনলাইন শপে।
বসন্ত উদ্যাপনের জন্য ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স এনেছে সুতির শাড়ি, কামিজ ও পাঞ্জাবি। এ ছাড়া রয়েছে হলুদ, কমলা ও বাসন্তী রঙের কুর্তা। পরিবারের সবাই একই নকশার পোশাক পরতে চাইলেও কেনাকাটা করতে পারেন অঞ্জন’স থেকে।
দেশের অন্যান্য হাউসও বসন্তকে কেন্দ্র করে তাদের পোশাকের কালেকশন সাজিয়েছে। কইন্য়া, কৃষ্ণকলি, খুঁত, তাঁতিসহ অনলাইনভিত্তিক শাড়ি ও পোশাকের পেজগুলোতে এসেছে বসন্তের রঙিন শাড়ি, পাঞ্জাবি ও অন্যান্য পোশাক।
মাঘের অর্ধেক চলে গেল। যতই দিন যাচ্ছে শীতের ধূসর রং ততই ফিকে হয়ে আসছে। প্রকৃতিতে ততই ছড়িয়ে পড়ছে বসন্তের রং। শিমুল-পলাশের আকাশছোঁয়া শাখায় দেখা দিচ্ছে কুঁড়ি।
নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল,
বসন্তে সৌরভের শিখা জাগল।
বসন্ত শুধু একটি ঋতুই নয়, উৎসব ও ভালোবাসার মৌসুমও। নতুন করে জেগে ওঠার সময়। নতুন পুষ্প মঞ্জুরি, নতুন চাঁদ, প্রেম আর প্রকৃতিতে রং ছড়িয়ে দিতে ফাল্গুনের রথে চড়ে আসে প্রিয় ঋতু বসন্ত। আটপৌরে কাপড়ে বসন্ত উৎসবে মেতে ওঠা মানায় না। তাই প্রতিবছরের মতো এ বছরও দেশীয় ফ্যাশন হাউসগুলো তাদের বসন্ত আয়োজনে রেখেছে রঙিন পোশাক।
পয়লা ফাল্গুন, অর্থাৎ বসন্তের প্রথম দিনটি উদ্যাপনের প্রতীক্ষায় বাঙালি মুখিয়ে থাকে। তাই ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ পয়লা ফাল্গুন উপলক্ষে আয়োজন করেছে বসন্ত উৎসবের। এই ক্যাটাগরির পোশাক ও অন্য সব সামগ্রীতে থাকবে বসন্তের ছোঁয়া।
রং ও নকশা
এবারের বসন্ত সংগ্রহে আছে মনকাড়া সব উজ্জ্বল রং—সাদা, হলুদ, সোনালি হলুদ, ম্যাজেন্টা, লাল, বাদামি, ক্রিম, নীল ও মেরুন রং। এ ছাড়া সুতি, লিনেন, হাফসিল্ক, সেমি পিউর জর্জেট, নেট কাপড়ের ওপর স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি, হাতের কাজ, কারচুপি কাজের পোশাক পাওয়া যাবে ফ্যাশন হাউসটিতে।
তরুণদের জন্য
দেশীয় ঘরানার পোশাকের পাশাপাশি তরুণদের জন্য পশ্চিমী ধাঁচের পোশাকও রয়েছে রঙ বাংলাদেশের বসন্ত সংগ্রহে। রয়েছে শাড়ি, শার্ট, থ্রিপিস, সিঙ্গেল
কামিজ, টপস, রেডি ব্লাউজ, সিঙ্গেল ওড়না, আনস্টিচড থ্রিপিস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। আরও আছে বিভিন্ন ধরনের গয়না ও মগ। রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের যেকোনো আউটলেটেই পাবেন এই বসন্ত সংগ্রহ।
পয়লা ফাল্গুনের দিনই ভালোবাসা দিবস। মানে এক দিনে উদ্যাপনের উপলক্ষ দুটি। দিবসভিত্তিক সব আয়োজনে বিশ্বরঙের শোরুমগুলোয় থাকে বিশেষ আয়োজন। এবারও এর ব্যতিক্রম হয়নি।
রং ও নকশা
এবারের বসন্ত আয়োজনে লাল, কমলা, হলুদ, সাদার মিশেলে প্রকৃতি আর ভালোবাসার বিভিন্ন প্রতীক হয়েছে পোশাক নকশার মূল উপাদান। টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপ্লিক, কাটওয়ার্ক, স্ক্রিন প্রিন্ট প্রভৃতি মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে প্রকৃতির নানা অনুষঙ্গ। পাশাপাশি ভালোবাসার বিভিন্ন প্রতীকী উপাদান
এসেছে মোটিফ হিসেবে।
পোশাক
শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবি, টি-শার্ট, কুর্তি, সালোয়ার-কামিজসহ নারী ও পুরুষের সব ধরনের পোশাক। বিশ্বরঙের আউটলেট ও অনলাইন শপ থেকে কেনা যাবে বসন্তের উপযোগী পোশাকগুলো।
ফাল্গুন ও ভালোবাসা দিবসের জন্য পোশাকের বিশেষ কালেকশন নিয়ে এসেছে দেশীয় ফ্যাশন হাউস কে-ক্র্যাফট। বসন্ত উৎসবে মেতে উঠতে নারী, পুরুষ ও শিশুদের পোশাকে নতুন স্টাইল এনেছে তারা।
রং, সুতা ও নকশা
হলুদ ও হলুদের বিভিন্ন শেড, বাসন্তী, কমলা, গাঢ় বেগুনি ও বেগুনি, কপার, মেরুন, সবুজ ও সবুজের বিভিন্ন শেড, ম্যাজেন্টাসহ বিভিন্ন উজ্জ্বল রঙের পোশাক থাকবে এবার ফ্যাশন হাউসটিতে। ফ্লোরাল, ইক্কত, জ্যামিতিক, ন্যাচারাল, টেক্সটাইল টেক্সচার ইত্যাদি মোটিফ ফুটিয়ে তোলা হয়েছে সুই-সুতা, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মাধ্যমে। লিনেন, কটন, সিল্ক, হাফ সিল্ক, ভয়েল, টু-টোন কাপড়ে তৈরি হয়েছে পোশাকগুলো।
পোশাক
শাড়ি, সালোয়ার-কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস, ফ্রক, টপস-স্কার্ট, রেগুলার ও ফিটেড পাঞ্জাবি, কটি, শার্ট ও শিশুদের পোশাক। এ ছাড়া পরিবারের সবাই মিলে একই রকম পোশাক পরতে চাইলেও ঢুঁ দিতে পারেন কে-ক্র্যাফটের আউটলেটে ও অনলাইন শপে।
বসন্ত উদ্যাপনের জন্য ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স এনেছে সুতির শাড়ি, কামিজ ও পাঞ্জাবি। এ ছাড়া রয়েছে হলুদ, কমলা ও বাসন্তী রঙের কুর্তা। পরিবারের সবাই একই নকশার পোশাক পরতে চাইলেও কেনাকাটা করতে পারেন অঞ্জন’স থেকে।
দেশের অন্যান্য হাউসও বসন্তকে কেন্দ্র করে তাদের পোশাকের কালেকশন সাজিয়েছে। কইন্য়া, কৃষ্ণকলি, খুঁত, তাঁতিসহ অনলাইনভিত্তিক শাড়ি ও পোশাকের পেজগুলোতে এসেছে বসন্তের রঙিন শাড়ি, পাঞ্জাবি ও অন্যান্য পোশাক।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪