Ajker Patrika

বটিয়াঘাটায় আগুনে পুড়ে ছাই ৫ দোকান

বটিয়াঘাটা প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৬: ০৭
বটিয়াঘাটায় আগুনে পুড়ে ছাই ৫ দোকান

বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের পুটিমারী বাজারে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়েছে। গত সোমবার বিদ‍্যুতের শর্টসার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

ব‍্যবসায়ী আব্দুল হাকিম শেখ বলেন, প্রথমে একটি চায়ের দোকানে আগুন লাগে। তারপর আস্তে আস্তে পাশে থাকা চারটি ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ওই ঘরগুলো আগুনে পুড়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী ও খুলনা ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুটিমারি বাজার মসজিদের মুয়াজ্জিন হঠাৎ আগুন দেখতে পেয়ে মসজিদের মাইকে আগুনের বিষয়টি এলাকার মানুষকে জানান। আগুনে পুড়ে যাওয়া স্থানীয় বাজারের ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন হরিচাঁদ মণ্ডল, মো. আবুল হাওলাদার, হাকিম শেখ, অংশপতি রায়, পঞ্চা রায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের লাখ লাখ টাকার মালামাল ও সম্পদ আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে।

পুটিমারী বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আজ দুদিন হলো। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কোন লোকজন আসেনি। তবে তার দোকানের ভেতরে থাকা নগদ টাকা মালামালসহ ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার দিন জলমা ইউপি পরিষদ নির্বাচনে নবনির্বাচিত বিজয়ী চেয়ারম্যান বিধান রায় ঘটনাস্থলে আসেন। ক্ষতিগ্রস্ত পুড়ে যাওয়া দোকান মালিকদের সঙ্গে তিনি কথা বলেন। এ বিষয়ে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান বলেন, আমি ছুটিতে আছি। অফিসে এসেই বিষয়টি দেখব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত