Ajker Patrika

শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৫
শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউপিতে নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে অলিগলি। নির্বাচন ঘিরে শেষ সময়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আর হাট-বাজারে কে হবে জয়ী তা নিয়ে চলছে নানা আলোচনা।

শীত উপেক্ষা করে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। করছেন পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ। আর অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ করছে নির্বাচন কমিশন।

সরেজমিন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, প্রতিটি ওয়ার্ডের অলিতে গলিতে টানানো হয়েছে প্রার্থীদের পোস্টার। পাড়ায় মহল্লায় চলছে প্রার্থীদের মাইকিং প্রচারণা। চারপাশ থেকে মাইকের শব্দে ভেসে আসছে, আগামী ২৬ ডিসেম্বরের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আপনার পছন্দের প্রার্থীকে বেছে নিন। যে এলাকার উন্নয়নের জন্য কাজ করবে, গরিব দুঃখী মানুষের পাশে থাকবে। এমন এক প্রার্থীকেই ভোট দিন। ভোট চাই ভোটারে দোয়া চাই সকলের। এমন বিভিন্ন স্লোগানে মুখরিত প্রতিটি এলাকা।

মাইকে প্রচারণা চালিয়ে থেমে নেই প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা তাঁদের কর্মী-সমর্থকদের নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। কেউ কেউ গণসংযোগে ব্যস্ত, কেউবা করছে উঠান বৈঠক। এলাকার উন্নয়ন অর্থাৎ রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, মাদক নির্মূল ও বাল্যবিবাহ রোধসহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

সাধারণ ভোটাররা বলছেন, নির্বাচনী পরিবেশ খুবই ভালো রয়েছে। এখন পর্যন্ত সংঘাত সংঘর্ষের কোনো ঘটনা নেই। পরিস্থিতি এমন থাকলে ভোটের দিন পরিবারের সবাই মিলে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন তাঁরা।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছে ৫৫ জন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বানিবহ ইউনিয়নের শেফালি আক্তার বিজয়ের পথে রয়েছেন। মেম্বর পদে রয়েছেন ৪৩৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনে আছেন ১৫৭ জন প্রার্থী।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানায়, চতুর্থ ধাপে রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত