Ajker Patrika

সাব্বিরের নতুন নাটক ‘আলাদিন’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

‘রাত জাগা ফুল’ সিনেমায় অভিনয় করে ২০২১ সালের সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন অভিনেতা মীর সাব্বির। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, গীত রচনা এবং নির্মাণ করেছেন মীর সাব্বির। এবার নিজের রচনা ও আমিরুল ইসলাম অরুনের সঙ্গে যৌথ গরিচালনায় নতুন নাটক বানালেন সাব্বির। নাম ‘আলাদিন’। অভিনয় করেছেন মীর সাব্বির, দীপা খন্দকার, ফারজানা চুমকিসহ অনেকেই।

নাটকটির গল্প প্রসঙ্গে মীর সাব্বির জানান, চেরাগ নিয়ে আলাদিন আসে বাংলাদেশে। এক শিশু আলাদিনের কাছে দাবি তোলে বাংলাদেশের স্কুলগুলোয় যেন খেলার মাঠ দেওয়া হয়, ট্রাফিক জ্যাম যেন না থাকে আর স্কুল ব্যাগের ভার যেন কমিয়ে দেওয়া হয়। কিন্তু আলাদিন তা পারে না। আলাদিন বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে, রাজনীতিবিদদের সঙ্গে কথা বলে। আলাদিন বুঝতে পারে এটা করতে তার অনেক সময় লাগবে। কিন্তু তার চেয়েও বেশি দরকার বাংলাদেশের মানুষের নিজেদের বদলাতে।

মীর সাব্বির জানিয়েছেন, নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। তবে প্রচারের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত