Ajker Patrika

সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার

বানারীপাড়া প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২: ০৩
সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার

বরিশালের বানারীপাড়ায় উপজেলার ব্রাক্ষ্মণকাঠি এলাকার সন্ধ্যা নদী থেকে ডুবে যাওয়া একটি ট্রলার উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে ‘রাফসান’ নামের কাঠ ভর্তি ট্রলারের ধাক্কায় মুদি মাল ভর্তি ট্রলার ‘নুরনবী’ ডুবে গিয়েছিল। গত বৃহস্পতিবার বিকেলে স্বরূপকাঠি থেকে ডুবুরি এসে ট্রলারটি উদ্ধার করেন।

জানা গেছে, দুই ট্রলারের সংঘর্ষে ট্রলার ‘নুরনবী’ ডুবে যায় এবং চালক কামাল শেখ নিখোঁজ হন। গত বুধবার বেলা ১টার দিকে ঘটনাস্থল থেকে বানারীপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা কামাল শেখের (৫২) লাশ উদ্ধার করেন। তাঁর বাড়ি পাশের স্বরূপকাঠি উপজেলার চিলতলা গ্রামে।

বানারীপাড়ার ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত