Ajker Patrika

শ্রীবরদী বিএনপির সম্মেলন

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৬: ২৮
শ্রীবরদী বিএনপির সম্মেলন

শেরপুরের শ্রীবরদীতে বিএনপির শ্রীবরদী উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। গত শুক্রবার বিকেলে শ্রীবরদী উপজেলা ও পৌর শাখার আয়োজনে শ্রীবরদী পশ্চিম বাজারে আব্দুর রহিমের ধানের খলায় এ উপলক্ষে সভা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির (ময়মনসিংহ বিভাগ) সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সম্মেলনের উদ্বোধন করেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মো. মাহমুদুল হক রুবেল।

শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন- জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী। শ্রীবরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল ও পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুলের সঞ্চালনা করেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলের মাধ্যমে শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি পদে আব্দুর রহিম দুলাল ও সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন দুলাল এবং পৌর বিএনপির সভাপতি পদে ফজলুল হক চৌধুরী অকুল ও আনিসুজ্জামান খোকনকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

সম্মেলনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত