জাবি প্রতিনিধি
অক্টোবরের মাঝামাঝিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) খোলার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট মিটিং পিছিয়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয় খোলার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেননি উপাচার্য।
সাংবাদিকদের জাবি উপাচার্য বলেন, ‘শতভাগ শিক্ষার্থীর টিকা নিশ্চিতের পর বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের চিন্তা রয়েছে অক্টোবরের মাঝামাঝিতে আবাসিক হল খোলার। এ জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার প্রাঙ্গণে চারটি টিকা দেওয়ার বুথ স্থাপন করা হবে।’
শ্রেণি কার্যক্রমের বিষয়ে উপাচার্য বলেন, ‘হল খোলার দুই সপ্তাহ পরে ক্লাস শুরু হবে। এর আগে শিক্ষার্থীরা হল থেকে অনলাইনে ক্লাস চালিয়ে যাবে।’
বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে গতকাল বুধবার একাডেমিক কাউন্সিল ও আগামী বুধবার সিন্ডিকেট মিটিংয়ের তারিখ ছিল। এ তারিখ পরিবর্তন করে আগামী বুধবার একাডেমিক কাউন্সিল ও ২ অক্টোবর সিন্ডিকেট মিটিংয়ের দিন ধার্য করা হয়েছে।
উপাচার্য জানান, সিন্ডিকেটে দুটি মন্ত্রণালয়ের সচিব রয়েছেন। শনিবার ছাড়া অন্যদিন মিটিং হলে তাঁরা থাকতে পারেন না। যেহেতু এই শনিবার তাঁরা থাকতে পারবেন না বলে জানিয়েছেন, তাই এটি পিছিয়ে পরের সপ্তাহে নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘আবাসিক হল খোলার পর শিক্ষার্থীদের ১৫ দিনের কোয়ারেন্টিন মানতে হবে। এ সময় সশরীরে কোনো ক্লাস-পরীক্ষা হবে না।’
এদিকে হলগুলো সংস্কার ও স্বাস্থ্য সুরক্ষার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকার বাজেট। এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবদুস সালাম শরীফ জানান, ‘এরই মধ্যে প্রায় তিন কোটি টাকায় হলের দেয়াল রঙ, সংস্কারের কাজ শেষ করেছি। বাকি স্বাস্থ্য সরঞ্জাম কেনার প্রক্রিয়া চলমান রয়েছে।’
অক্টোবরের মাঝামাঝিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) খোলার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট মিটিং পিছিয়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয় খোলার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেননি উপাচার্য।
সাংবাদিকদের জাবি উপাচার্য বলেন, ‘শতভাগ শিক্ষার্থীর টিকা নিশ্চিতের পর বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের চিন্তা রয়েছে অক্টোবরের মাঝামাঝিতে আবাসিক হল খোলার। এ জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার প্রাঙ্গণে চারটি টিকা দেওয়ার বুথ স্থাপন করা হবে।’
শ্রেণি কার্যক্রমের বিষয়ে উপাচার্য বলেন, ‘হল খোলার দুই সপ্তাহ পরে ক্লাস শুরু হবে। এর আগে শিক্ষার্থীরা হল থেকে অনলাইনে ক্লাস চালিয়ে যাবে।’
বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে গতকাল বুধবার একাডেমিক কাউন্সিল ও আগামী বুধবার সিন্ডিকেট মিটিংয়ের তারিখ ছিল। এ তারিখ পরিবর্তন করে আগামী বুধবার একাডেমিক কাউন্সিল ও ২ অক্টোবর সিন্ডিকেট মিটিংয়ের দিন ধার্য করা হয়েছে।
উপাচার্য জানান, সিন্ডিকেটে দুটি মন্ত্রণালয়ের সচিব রয়েছেন। শনিবার ছাড়া অন্যদিন মিটিং হলে তাঁরা থাকতে পারেন না। যেহেতু এই শনিবার তাঁরা থাকতে পারবেন না বলে জানিয়েছেন, তাই এটি পিছিয়ে পরের সপ্তাহে নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘আবাসিক হল খোলার পর শিক্ষার্থীদের ১৫ দিনের কোয়ারেন্টিন মানতে হবে। এ সময় সশরীরে কোনো ক্লাস-পরীক্ষা হবে না।’
এদিকে হলগুলো সংস্কার ও স্বাস্থ্য সুরক্ষার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকার বাজেট। এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবদুস সালাম শরীফ জানান, ‘এরই মধ্যে প্রায় তিন কোটি টাকায় হলের দেয়াল রঙ, সংস্কারের কাজ শেষ করেছি। বাকি স্বাস্থ্য সরঞ্জাম কেনার প্রক্রিয়া চলমান রয়েছে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৪ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪