জাকির হোসেন, সুনামগঞ্জ
সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। বর্তমানে সুরমা নদীর পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি নামলেও দুর্ভোগ দেখা দিয়েছে। সুনামগঞ্জ সদর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার প্রায় এক হাজার কাঁচা ঘরবাড়ির বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। শতাধিক বসতভিটার ক্ষতি হয়েছে।
এদিকে দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্যসংকট। শ্রমজীবীরা দীর্ঘদিন ধরে পানিবন্দী থাকায় ঘরে যে অবশিষ্ট খাবার ছিল, তা-ও শেষ হয়ে গেছে। জেলা পৌর শহরে ছয়টি আশ্রয়কেন্দ্রে চার শতাধিক পরিবার এখনো অবস্থান করছে। বসতভিটা থেকে পানি নামলেও ঘরের অবস্থা নাজুক থাকায় বাড়ি ফিরতে পারছেন না নিম্ন আয়ের এসব পরিবার। আশ্রয়কেন্দ্রে খাদ্যসহায়তাও অপ্রতুল।
ধীরগতিতে পানি নামায় সুনামগঞ্জ পৌর শহরের তিন আবাসিক এলাকার বাসিন্দারা দুর্ভোগে রয়েছে। সুনামগঞ্জ সরকারি কলেজ আশ্রয়কেন্দ্র ঘুরে দেখা যায়, অন্তত ৬০টি পরিবার অবস্থান করছে। বন্যার পানিতে ঘরের একাংশ ভেঙে যাওয়ায় পানি নামার পরও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন তাঁরা।
কুলসুমা বেগম বলেন, ‘বন্যার পনিতে আমার ঘরের এক অংশ ভাইঙ্গা গেছে, কেমনে যাইতাম ঘরো? চার দিন ধইরা আশ্রয়কেন্দ্রে আছি। এখন পর্যন্ত এক কেজি চিড়া ছাড়া আর কিচ্ছু পাইছি না।’
সদর উপজেলার পূর্ব সুলতানপুর গ্রামের বাসিন্দা আছমা আক্তার আশ্রয়কেন্দ্রে উঠেছেন পাঁচ দিন ধরে। ঘরের পানি নেমে গেলেও ঘরে যাচ্ছেন না কেন জানতে চাইলে তিনি বলেন, ‘ঘরো যাওয়ার মতো অবস্থা নাই। আমার ঘর ঢেউয়ে ভাইঙ্গা ফালাইছে।’
আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া খোদেজা আক্তার আক্ষেপ করে বলেন, ‘তারা (প্রশাসন) যে কলেজো আশ্রয় দিছে, ইটাই বেশি। খাওন না দিলে তো জোর করতাম পারতাম না। যে খাওন দিছে, তা দুই বেলা কোনোরকম খাওন যাইব। আমি ইকানো আইছি সাত দিন ওইছে।’
বন্যাকবলিতদের তুলনায় খাদ্য অপ্রতুলতার কথা স্বীকার করেন পৌর মেয়র নাদের বখত। তিনি বলেন, ‘চেষ্টা করছি একেবারে নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাদ্য বিতরণ করতে।’
মেয়র আরও বলেন, ‘আমাদের সরকারপ্রধান সুনামগঞ্জের জন্য যথেষ্ট দিচ্ছেন। আশা করি নিম্ন আয়ের মানুষদের ঘরবাড়ির যে ক্ষতি হয়েছে, তাদের পুনর্বাসনের জন্য আরও সহায়তা আমরা পাব।’
পানি নেমে যাওয়ার সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। এ বিষয়ে সিভিল সার্জন আহম্মদ হোসেন বলেন, ‘হাসপাতালগুলো ছাড়াও আমরা ক্যাম্প করে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি।’
জেলা প্রশাসন সূত্র জানায়, সুনামগঞ্জের চার উপজেলায় বন্যাকবলিতদের মাঝে এখন পর্যন্ত ১৬৫ মেট্রিক টন চাল, ২০ লাখ টাকা ও ছয় হাজার প্যাকেট শুষ্ক খাবার বিতরণ করা হয়েছে। এ ছাড়া জেলায় সাড়ে ৭ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যায় জেলায় এখন পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন অভ্যন্তরীণ প্রায় ১৫০ কিলোমিটার সড়ক ও ছোট-বড় ১০টি কালভার্ট ক্ষতি হয়েছে। ফলে পানি নেমে গেলেও মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পড়তে হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম বলেন, ‘বন্যার পানি পুরোপুরি নেমে গেলে আরও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ণয় করা সম্ভব হবে। তখন আমরা মন্ত্রণালয়ে চিঠি দেব সড়ক সংস্কারের জন্য।’
জেলা মৎস্য অফিস সূত্র জানায়, জেলার ২০ হাজার ৪৬৯টি মাছের পুকুরের মধ্যে ১ হাজার ২৫০ পুকুরের মাছ ভেসে গেছে। ১৬ হাজার ৫০০ খামারির মধ্যে ১ হাজার ১০০ খামারি ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় তিন কোটি টাকার বড় মাছ, ৩০ লাখ টাকার পোনা মাছ ভেসে গেছে। ১২ লাখ টাকার অবকাঠামোর ক্ষতি হয়েছে।
সার্বিক বিষয়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘যেসব নিম্ন আয়ের মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সবাইকে পুনর্বাসনের জন্য মন্ত্রণালয়ে পত্র দেব। অন্য সব দপ্তরের ক্ষয়ক্ষতি নির্ণয় করার জন্য বলা হয়েছে। যার অধীনে যা ক্ষতি হয়েছে, তা দ্রুত সংস্কার ও পুনর্বাসনের জন্য ব্যবস্থা নিতে পত্র লেখা হবে।’
সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। বর্তমানে সুরমা নদীর পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি নামলেও দুর্ভোগ দেখা দিয়েছে। সুনামগঞ্জ সদর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার প্রায় এক হাজার কাঁচা ঘরবাড়ির বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। শতাধিক বসতভিটার ক্ষতি হয়েছে।
এদিকে দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্যসংকট। শ্রমজীবীরা দীর্ঘদিন ধরে পানিবন্দী থাকায় ঘরে যে অবশিষ্ট খাবার ছিল, তা-ও শেষ হয়ে গেছে। জেলা পৌর শহরে ছয়টি আশ্রয়কেন্দ্রে চার শতাধিক পরিবার এখনো অবস্থান করছে। বসতভিটা থেকে পানি নামলেও ঘরের অবস্থা নাজুক থাকায় বাড়ি ফিরতে পারছেন না নিম্ন আয়ের এসব পরিবার। আশ্রয়কেন্দ্রে খাদ্যসহায়তাও অপ্রতুল।
ধীরগতিতে পানি নামায় সুনামগঞ্জ পৌর শহরের তিন আবাসিক এলাকার বাসিন্দারা দুর্ভোগে রয়েছে। সুনামগঞ্জ সরকারি কলেজ আশ্রয়কেন্দ্র ঘুরে দেখা যায়, অন্তত ৬০টি পরিবার অবস্থান করছে। বন্যার পানিতে ঘরের একাংশ ভেঙে যাওয়ায় পানি নামার পরও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন তাঁরা।
কুলসুমা বেগম বলেন, ‘বন্যার পনিতে আমার ঘরের এক অংশ ভাইঙ্গা গেছে, কেমনে যাইতাম ঘরো? চার দিন ধইরা আশ্রয়কেন্দ্রে আছি। এখন পর্যন্ত এক কেজি চিড়া ছাড়া আর কিচ্ছু পাইছি না।’
সদর উপজেলার পূর্ব সুলতানপুর গ্রামের বাসিন্দা আছমা আক্তার আশ্রয়কেন্দ্রে উঠেছেন পাঁচ দিন ধরে। ঘরের পানি নেমে গেলেও ঘরে যাচ্ছেন না কেন জানতে চাইলে তিনি বলেন, ‘ঘরো যাওয়ার মতো অবস্থা নাই। আমার ঘর ঢেউয়ে ভাইঙ্গা ফালাইছে।’
আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া খোদেজা আক্তার আক্ষেপ করে বলেন, ‘তারা (প্রশাসন) যে কলেজো আশ্রয় দিছে, ইটাই বেশি। খাওন না দিলে তো জোর করতাম পারতাম না। যে খাওন দিছে, তা দুই বেলা কোনোরকম খাওন যাইব। আমি ইকানো আইছি সাত দিন ওইছে।’
বন্যাকবলিতদের তুলনায় খাদ্য অপ্রতুলতার কথা স্বীকার করেন পৌর মেয়র নাদের বখত। তিনি বলেন, ‘চেষ্টা করছি একেবারে নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাদ্য বিতরণ করতে।’
মেয়র আরও বলেন, ‘আমাদের সরকারপ্রধান সুনামগঞ্জের জন্য যথেষ্ট দিচ্ছেন। আশা করি নিম্ন আয়ের মানুষদের ঘরবাড়ির যে ক্ষতি হয়েছে, তাদের পুনর্বাসনের জন্য আরও সহায়তা আমরা পাব।’
পানি নেমে যাওয়ার সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। এ বিষয়ে সিভিল সার্জন আহম্মদ হোসেন বলেন, ‘হাসপাতালগুলো ছাড়াও আমরা ক্যাম্প করে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি।’
জেলা প্রশাসন সূত্র জানায়, সুনামগঞ্জের চার উপজেলায় বন্যাকবলিতদের মাঝে এখন পর্যন্ত ১৬৫ মেট্রিক টন চাল, ২০ লাখ টাকা ও ছয় হাজার প্যাকেট শুষ্ক খাবার বিতরণ করা হয়েছে। এ ছাড়া জেলায় সাড়ে ৭ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যায় জেলায় এখন পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন অভ্যন্তরীণ প্রায় ১৫০ কিলোমিটার সড়ক ও ছোট-বড় ১০টি কালভার্ট ক্ষতি হয়েছে। ফলে পানি নেমে গেলেও মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পড়তে হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম বলেন, ‘বন্যার পানি পুরোপুরি নেমে গেলে আরও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ণয় করা সম্ভব হবে। তখন আমরা মন্ত্রণালয়ে চিঠি দেব সড়ক সংস্কারের জন্য।’
জেলা মৎস্য অফিস সূত্র জানায়, জেলার ২০ হাজার ৪৬৯টি মাছের পুকুরের মধ্যে ১ হাজার ২৫০ পুকুরের মাছ ভেসে গেছে। ১৬ হাজার ৫০০ খামারির মধ্যে ১ হাজার ১০০ খামারি ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় তিন কোটি টাকার বড় মাছ, ৩০ লাখ টাকার পোনা মাছ ভেসে গেছে। ১২ লাখ টাকার অবকাঠামোর ক্ষতি হয়েছে।
সার্বিক বিষয়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘যেসব নিম্ন আয়ের মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সবাইকে পুনর্বাসনের জন্য মন্ত্রণালয়ে পত্র দেব। অন্য সব দপ্তরের ক্ষয়ক্ষতি নির্ণয় করার জন্য বলা হয়েছে। যার অধীনে যা ক্ষতি হয়েছে, তা দ্রুত সংস্কার ও পুনর্বাসনের জন্য ব্যবস্থা নিতে পত্র লেখা হবে।’
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
১৪ দিন আগে‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫