Ajker Patrika

ধুনটে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪৯
ধুনটে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন

বগুড়ার ধুনট উপজেলায় গোপালনগর আজিরননেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমত আলী সেখ ও সভাপতি রফিকুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গতকাল রোববার বেলা একটার দিকে চাকরিপ্রত্যাশী প্রার্থীরা ও স্থানীয় লোকজন ওই বিদ্যালয় চত্বরে মানববন্ধন পালন করেছেন।

চাকরিপ্রত্যাশী ইউছুব আলী, মাসফিকুর রহমান, আশরাফুল আলমের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপালনগর আজিরননেছা উচ্চবিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী পদে একজন করে কর্মচারী নিয়োগের জন্য গত ৪ নভেম্বর একটি পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশিত হয়। সেই বিজ্ঞাপনের সূত্র ধরে তাঁরা নিরাপত্তাকর্মী পদে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ৩ ফেব্রুয়ারি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষরিত একটি পত্র তাঁদের দেওয়া হয়। গতকাল সকাল ১০টায় দুটি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা যথাসময়ে উপস্থিত হয়ে বিদ্যালয় তালাবদ্ধ পেয়েছেন।

এ সময় চাকরিপ্রত্যাশীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পরীক্ষা না নেওয়ার কারণ জানতে পারেননি। ফলে ক্ষুব্ধ হয়ে তাঁরা, ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির দুজন সদস্য এবং এলাকাবাসী বিদ্যালয় চত্বরে মানববন্ধন পালন করেন। এ সময় তাঁরা বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ তোলেন।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ আলী ও হযরত আলী জানান, বিদ্যালয়ে দুটি পদে নিয়োগ পরীক্ষা রোববার অনুষ্ঠিত হওয়ার কথা। কেন পরীক্ষা হচ্ছে না, সেটা তাঁরা বলতে পারেন না। বিষয়টি প্রধান শিক্ষক ও সভাপতি জানেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বিদ্যালয়টির সভাপতিকে ফোন দেওয়া হলে তিনি বলেন, ‘মিটিংয়ে আছি। পরে কথা বলছি’ বলে কল কেটে দেন। পরে ফোন দেওয়া হলে তিনি ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত