বরগুনা প্রতিনিধি
আইন না মেনে বরগুনায় গড়ে উঠছে বেশ কিছু অবৈধ ইটভাটা। এসব ভাটায় ড্রাম চিমনির মাধ্যমে পোড়ানো হচ্ছে কাঠ, নষ্ট করা হচ্ছে ফসলি জমি আর উজাড় হচ্ছে বনভূমি। ভাটার পাশেই করাতকল বসিয়ে কাঠ চেরাই করে কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। এতে মারাত্মকভাবে দূষণ হচ্ছে পরিবেশ।
তবে জেলা প্রশাসনের আশ্বাস, কোনোভাবেই এসব অবৈধ ভাটা চালাতে দেওয়া হবে না। বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে (জেলায়) অনুমোদিত ৪২টি ইটভাটার তালিকা পাওয়া গেলেও পাওয়া যায়নি অবৈধ ভাটার তালিকা। তবে আমতলী উপজেলার আটটি ড্রাম চিমনি ভাটার তালিকা রয়েছে জেলা প্রশাসনের কাছে।
সরেজমিন দেখা গেছে, জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামে প্রায় ৮০০ শতাংশ ফসলের মাঠজুড়ে গড়ে উঠেছে মেসার্স আল্লার দান ব্রিকস। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে ফসলি জমি, অন্যদিকে ড্রাম চিমনি আর কাঠ দিয়ে ইট পোড়ানোর কারণে নষ্ট হচ্ছে পরিবেশ। অভিযোগ রয়েছে, ভাটার মালিকেরা প্রভাব বিস্তারের মাধ্যমে জোরপূর্বক এ ভাটায় দখল করে নিয়েছেন স্থানীয়দের জমি। অন্যদিকে একই উপজেলার তালুকদার বাজার এলাকায় বছরের পর বছর ড্রাম চিমনি আর কাঠ পুড়িয়ে চালানো হচ্ছে মেসার্স এইচআরটি ব্রিকস। ভাটার পাশেই রয়েছে অনেক পুরাতন বড় একটি বাজার, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদসহ বসতবাড়ি। এ ভাটার বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতী শিশুসহ স্থানীয়রা। কিন্তু ভাটামালিক স্থানীয় প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
এ ছাড়া আমতলী উপজেলার রায়বালা গ্রামের মেসার্স এমএমবি ব্রিকস, হাজার টাকার বাঁধ এলাকার মেসার্স ফাইভ স্টার ব্রিকস, কুতুবপুর এলাকার আরএনকেএস ব্রিকসসহ জেলায় অর্ধশতাধিক ড্রাম চিমনি আর পাঁজা দিয়ে প্রতিবছরের মতো একই অবস্থায় ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিপত্রে হাইব্রিড হফম্যান, জিগজ্যাগ, ভার্টিক্যাল শ্যাফট ক্লিন অথবা পরীক্ষিত নতুন প্রযুক্তির পরিবেশবান্ধব ইটভাটা করার কথা রয়েছে। কিন্তু এসব নীতিমালা কোনোভাবেই মানছেন না কিছু ভাটামালিক।
আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামের মেসার্স এমএমবি ব্রিকসের পার্শ্ববর্তী বাড়ির মো. আল মামুন বলেন, ‘ভাটার আগুনের তাপ ও বিষাক্ত কালো ধোঁয়ায় বাড়ির সব গাছপালা মরে যাচ্ছে। কিন্তু এসবের প্রতিবাদ করতে গেলে তারা নানা ধরনের হুমকি-ধমকি দেয়।’
একই এলাকায় মো. ইসমাইল চৌকিদার, মো. আবুল চৌকিদার অভিযোগ করে বলেন, ওই এলাকার মেসার্স আল্লার দান ব্রিকস তাঁদের সম্পত্তি জোড়পূর্বক দখল করে অবৈধ ইটভাটা চালানোর প্রস্তুতি নিচ্ছে। তারা ফসলি জমিও নষ্ট করছে। এ ব্যাপারে তাঁরা প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান। তবে মেসার্স আল্লার দান ব্রিকস মালিক মো. নুরুজ্জামান, মেসার্স এমএমবি ব্রিকসের মালিক মো. আনোয়ার মৃধা দাবি করেন, তাঁদের ভাটার কারণে কোনো ফসলি জমি ক্ষতিগ্রস্ত অথবা পরিবেশের ওপরে প্রভাব পড়ছে না।
পরিবেশ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের পরিচালক মো. হালিম মিয়া বলেন, বরগুনার আমতলীতে আটটি ড্রাম চিমনির ইটভাটা রয়েছে, তবে তারা এখনো আগুন জালায়নি। এসব ইটভাটাসহ কোনো অবৈধ ইটভাটা চালালে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘যেসব ইটভাটায় জেলা প্রশাসন লাইসেন্স দেয়নি, ওই সব অবৈধ ইটভাটা কোনোভাবেই চালাতে দেওয়া হবে না। ড্রাম চিমনি এবং লাকড়ি দিয়ে পোড়ানো ভাটাসহ অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’
আইন না মেনে বরগুনায় গড়ে উঠছে বেশ কিছু অবৈধ ইটভাটা। এসব ভাটায় ড্রাম চিমনির মাধ্যমে পোড়ানো হচ্ছে কাঠ, নষ্ট করা হচ্ছে ফসলি জমি আর উজাড় হচ্ছে বনভূমি। ভাটার পাশেই করাতকল বসিয়ে কাঠ চেরাই করে কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। এতে মারাত্মকভাবে দূষণ হচ্ছে পরিবেশ।
তবে জেলা প্রশাসনের আশ্বাস, কোনোভাবেই এসব অবৈধ ভাটা চালাতে দেওয়া হবে না। বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে (জেলায়) অনুমোদিত ৪২টি ইটভাটার তালিকা পাওয়া গেলেও পাওয়া যায়নি অবৈধ ভাটার তালিকা। তবে আমতলী উপজেলার আটটি ড্রাম চিমনি ভাটার তালিকা রয়েছে জেলা প্রশাসনের কাছে।
সরেজমিন দেখা গেছে, জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামে প্রায় ৮০০ শতাংশ ফসলের মাঠজুড়ে গড়ে উঠেছে মেসার্স আল্লার দান ব্রিকস। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে ফসলি জমি, অন্যদিকে ড্রাম চিমনি আর কাঠ দিয়ে ইট পোড়ানোর কারণে নষ্ট হচ্ছে পরিবেশ। অভিযোগ রয়েছে, ভাটার মালিকেরা প্রভাব বিস্তারের মাধ্যমে জোরপূর্বক এ ভাটায় দখল করে নিয়েছেন স্থানীয়দের জমি। অন্যদিকে একই উপজেলার তালুকদার বাজার এলাকায় বছরের পর বছর ড্রাম চিমনি আর কাঠ পুড়িয়ে চালানো হচ্ছে মেসার্স এইচআরটি ব্রিকস। ভাটার পাশেই রয়েছে অনেক পুরাতন বড় একটি বাজার, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদসহ বসতবাড়ি। এ ভাটার বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতী শিশুসহ স্থানীয়রা। কিন্তু ভাটামালিক স্থানীয় প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
এ ছাড়া আমতলী উপজেলার রায়বালা গ্রামের মেসার্স এমএমবি ব্রিকস, হাজার টাকার বাঁধ এলাকার মেসার্স ফাইভ স্টার ব্রিকস, কুতুবপুর এলাকার আরএনকেএস ব্রিকসসহ জেলায় অর্ধশতাধিক ড্রাম চিমনি আর পাঁজা দিয়ে প্রতিবছরের মতো একই অবস্থায় ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিপত্রে হাইব্রিড হফম্যান, জিগজ্যাগ, ভার্টিক্যাল শ্যাফট ক্লিন অথবা পরীক্ষিত নতুন প্রযুক্তির পরিবেশবান্ধব ইটভাটা করার কথা রয়েছে। কিন্তু এসব নীতিমালা কোনোভাবেই মানছেন না কিছু ভাটামালিক।
আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামের মেসার্স এমএমবি ব্রিকসের পার্শ্ববর্তী বাড়ির মো. আল মামুন বলেন, ‘ভাটার আগুনের তাপ ও বিষাক্ত কালো ধোঁয়ায় বাড়ির সব গাছপালা মরে যাচ্ছে। কিন্তু এসবের প্রতিবাদ করতে গেলে তারা নানা ধরনের হুমকি-ধমকি দেয়।’
একই এলাকায় মো. ইসমাইল চৌকিদার, মো. আবুল চৌকিদার অভিযোগ করে বলেন, ওই এলাকার মেসার্স আল্লার দান ব্রিকস তাঁদের সম্পত্তি জোড়পূর্বক দখল করে অবৈধ ইটভাটা চালানোর প্রস্তুতি নিচ্ছে। তারা ফসলি জমিও নষ্ট করছে। এ ব্যাপারে তাঁরা প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান। তবে মেসার্স আল্লার দান ব্রিকস মালিক মো. নুরুজ্জামান, মেসার্স এমএমবি ব্রিকসের মালিক মো. আনোয়ার মৃধা দাবি করেন, তাঁদের ভাটার কারণে কোনো ফসলি জমি ক্ষতিগ্রস্ত অথবা পরিবেশের ওপরে প্রভাব পড়ছে না।
পরিবেশ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের পরিচালক মো. হালিম মিয়া বলেন, বরগুনার আমতলীতে আটটি ড্রাম চিমনির ইটভাটা রয়েছে, তবে তারা এখনো আগুন জালায়নি। এসব ইটভাটাসহ কোনো অবৈধ ইটভাটা চালালে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘যেসব ইটভাটায় জেলা প্রশাসন লাইসেন্স দেয়নি, ওই সব অবৈধ ইটভাটা কোনোভাবেই চালাতে দেওয়া হবে না। ড্রাম চিমনি এবং লাকড়ি দিয়ে পোড়ানো ভাটাসহ অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫