Ajker Patrika

‘সরকার ধারাবাহিক থাকলে অগ্রযাত্রা অব্যাহত থাকে’

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৪: ০৯
‘সরকার ধারাবাহিক থাকলে অগ্রযাত্রা অব্যাহত থাকে’

দেশে সরকারের ধারাবাহিকতা থাকলে অগ্রযাত্রা অব্যাহত থাকে বলে মন্তব্য করেছেন স্থানীয় সাংসদ এইচ এন আশিকুর রহমান। তিনি গতকাল বৃহস্পতিবার মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় প্রশাসন আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ মন্তব্য করেন।

‘স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ও বঙ্গবন্ধু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় সাংসদ আশিকুর প্রধান অতিথি ছিলেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা সভাপতিত্ব করেন।

আলোচনা সভার আগে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সাংসদ আশিকুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, এই যাত্রা অব্যাহত রাখতে হলে সরকারের ধারাবাহিকতার প্রয়োজন রয়েছে। আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হলে দেশ আরও এগিয়ে যাবে এবং ঘরে ঘরে অগ্রযাত্রার সুফল পৌঁছে দেওয়া সহজ হবে, এতে কোনো সন্দেহ নেই।

আশিকুর রহমান আরও বলেন, দেশে চাহিদা বেশি সম্পদ কম। চাহিদা পূরণ করতে হলে সব পেশার মানুষকে দক্ষ করে তুলতে হবে। কারণ প্রবাসী আয় বাড়াতে হলে দক্ষ পেশাদার মানুষ দরকার। বিদেশে শ্রমের নতুন বাজার খোঁজ করতে হবে। আমদানি নির্ভরতা কমিয়ে গার্মেন্টসের পাশাপাশি দেশে উৎপাদিত পণ্যসামগ্রী রপ্তানি করতে হবে। এ জন্য শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠন করতে হবে বলে জানান সাংসদ আশিকুর।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার জানান, বিশ্বনেতারাও শেখ হাসিনাকে অনুসরণ করেন। তিনি উন্নয়নের স্বার্থে সব পেশা ও শ্রেণির মানুষকে আওয়ামী লীগের পতাকাতলে মিলিত হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইউএনও ফাতেমাতুজ জোহরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সারা বিশ্বে প্রশংসিত হয়েছে বলেই জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণের জন্য সুপারিশ করেছে। মাথাপিছু আয় বেড়েছে, গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। সম্মিলিতভাবে আরও এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র মহন্ত, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আইয়ুব আলী, কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত