Ajker Patrika

কিন্নরী লতার প্রতি শ্রদ্ধাঞ্জলি

বিনোদন প্রতিবেদক
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৫৮
কিন্নরী লতার প্রতি শ্রদ্ধাঞ্জলি

অনেক গান গেয়েছি লতাজির সঙ্গে। সে গানগুলো মানুষের মন জয় করেছে। গানের ক্ষেত্রে তাঁর মতো অভিজ্ঞতা সারা বিশ্বে আর কারও নেই। স্টুডিওতে গানের অনুশীলনের সময় অনেক কিছু শিখেছি তাঁর কাছ থেকে। লতাজির চলে যাওয়ায় শুধু আমাদের ইন্ডাস্ট্রিরই ক্ষতি হলো না, পৃথিবী এক কিংবদন্তি কণ্ঠস্বর হারাল।

কুমার শানু, গায়ক

এই ক্ষতি, এই শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। লতা মঙ্গেশকরের কণ্ঠ সারা ভারত চেনে, চিনবে আরও বহু বহু যুগ। তাঁর সঙ্গে আমার সর্বশেষ কথা হয়েছিল ইন্ডিয়ান আইডল অনুষ্ঠান চলাকালীন। বারবার ওই সময়ের কথা মনে পড়ছে। আমি সব সময় তাঁর প্রতি কৃতজ্ঞ, তিনি আমাকে গানের অনেক কিছু শিখিয়েছেন।

বিশাল দাদলানি, গায়ক ও সংগীত পরিচালক

আমার যখন ৯ বছর বয়স, তখন প্রথম লতা মঙ্গেশকরের দেখা পাই। আমি যখন প্রথমবার তাঁর কণ্ঠ শুনলাম, সেদিন থেকে গানই আমার জীবন হয়ে গেল। যদিও তাঁর সঙ্গে আমার খুব কম দেখা হতো, কিন্তু যতবারই দেখা হয়েছে, তিনি গান নিয়েই কথা বলেছেন। লতা মঙ্গেশকরের সময়ে জন্মেছি, এটা আমাদের জন্য বড় আশীর্বাদ। তিনি আমাদের ডিএনএর অংশ হয়ে গেছেন। তিনি ভারতীয় সংগীত আর সংস্কৃতির সঙ্গে গভীরভাবে মিশে আছেন। লতা মঙ্গেশকর আমাদের জীবনের অংশ।

অনুরাধা পাড়োয়াল, গায়িকা

আমি এবং আমার সময়ের অনেক গায়িকা লতা মঙ্গেশকরকে অনুকরণ করে বড় হয়েছি। প্রথমবার তাঁর মুখোমুখি হওয়া আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা। একবার উনি কলকাতায় এসেছেন অনুষ্ঠান করতে। খবর পেলাম, লতাজি আমাকে ডেকেছেন। সঙ্গে সঙ্গে ছুটে যাই। দেখলাম, একটি ব্রিফকেস ভর্তি গানের মোটা মোটা খাতা। সেখানে সব গান যত্নে লেখা। তার মধ্যে কয়েকটি বাংলা গান হারিয়ে ফেলেছেন। আমাকে বসিয়ে সেসব গান শুনে নতুন করে তুলে নিলেন খাতায়

হৈমন্তী শুক্লা, গায়িকা

এটা আমাদের সবার জন্য খুবই দুঃখের দিন। লতা মঙ্গেশকর শুধু একজন গায়িকা কিংবা আইকন নন। তিনি ছিলেন আত্মার অংশ, ভারতের চেতনার অংশ। তাঁর চলে যাওয়ার এই শূন্যতা চিরকাল থেকে যাবে। বাবার মাধ্যমে তাঁর সঙ্গে আমার প্রথম পরিচয়। বাবার বিছানার কাছে তাঁর একটি ছবি থাকত। প্রতিদিন সকালে বাবা সেই ছবি দেখে রেকর্ডিংয়ে যেতেন। এটি বাবাকে অনুপ্রাণিত করত। আমি ভাগ্যবান যে লতা মঙ্গেশকরের সঙ্গে কয়েকটি গান করেছি। তাঁর সঙ্গে গেয়েছি, স্টেজে পারফর্ম করেছি। স্টেজে পারফর্ম করার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তাঁর কাছে শিখেছি আমি।

এ আর রহমান, সংগীত পরিচালক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত