Ajker Patrika

শীতবস্ত্র বিক্রি নিয়ে শঙ্কা

আব্দুল আউয়াল, বানারীপাড়া
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১০: ১৩
শীতবস্ত্র বিক্রি নিয়ে শঙ্কা

অগ্রহায়ণের শুরু থেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হালকা শীত পড়তে শুরু করেছে। সাধারণত এ সময় শীতের পোশাক কেনা শুরু করে মানুষ। বানারীপাড়ার বিক্রেতারাও আশায় বুক বেঁধে নানান শীতের পোশাক দোকানে তুলেছেন। তবে বিক্রি নিয়ে শঙ্কায় আছেন ব্যবসায়ীরা।

গত দুই বছরে করোনার প্রভাবে শীতকালীন পোশাকের বেচাকেনা তেমন হয়নি দেশে। বরিশালের বানারীপাড়ায় বন্দর বাজারেও এর ব্যতিক্রম হয়নি, জানান বিক্রেতারা। বাজারে ঘুরে দেখা যায় প্রত্যেক দোকানেই শীতের পোশাকের সমাহার। কিন্তু ক্রেতাদের আগ্রহ কম। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের পোশাকের দাম তুলনামূলকভাবে বেশি। ক্রেতাদের বাজেটের বাইরে হওয়ায় পোশাক দেখে নাড়াচাড়া করে চলে যান।

বন্দরবাজারে বৈশাখী প্লাসের সামনে কয়েকজন ক্রেতার সঙ্গে কথা হলে বলেন, এবারের শীতের পোশাকের দাম একটু বেশিই মনে হচ্ছে। কয়েকটা দিন দেখে তারপর কিনবেন।

দোকানটির স্বত্বাধিকারী শামসুল আলম শীমু বলেন, ‘এখন পর্যন্ত তেমন বেচাকেনা নেই। শীতকে সামনে রেখে বিভিন্ন ধরনের গরম কাপড়সহ সোয়েটার, চামড়ার জ্যাকেট ও কম্বল উঠিয়েছি। বেশি দাম হওয়ায় কাস্টমার দেখে ঘুরে যায় কিন্তু কেনে না। কিন্তু পোশাকগুলো আমাদের কিনতে হচ্ছে বেশি দামে। আশা রাখি ডিসেম্বরের দিকে শীত বাড়লে বিক্রি ভালো হবে।’

তালুকদার স্টোরের স্বত্বাধিকারী মামুন বলেন, গত দুই বছর করোনা থাকাকালীন দোকানের শুধু লোকসান হয়েছে। এ বছর করোনা শিথিল হওয়ায় ভেবেছিলাম বিক্রি ভালো হবে। তাই প্রচুর কম্বল উঠিয়েছি। প্রত্যেক কম্বল মান অনুযায়ী দাম ২০০ থেকে ৩০০০-৩৫০০ টাকা। সামনে শীত বাড়লে বিক্রি বাড়বে আশা রাখি।’

খাজাবাবা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সঞ্জয় দেবনাথ বলেন, ‘আমি কম্বলের পাশাপাশি বিভিন্ন ধরনের শাল ও চাদর উঠিয়েছি। প্রত্যেকটি দেশীয় চাদরের দাম ২০০ থেকে ১২০০ টাকা। বিক্রি কেমন হয় এটাই আসল কথা।’

বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান আশরাফী বলেন, করোনা মহামারির কারণে প্রত্যেক ব্যবসায়ীর কমবেশি ক্ষতি আছেন। এবারের শীতকে সামনে রেখে অনেক ব্যবসায়ী বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে দোকানে শীতের পণ্য উঠিয়েছেন। বেচাকেনা ভালো না হলে সমস্যায় পড়বেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণভোট আর নির্বাচন এক দিনে করার প্রস্তাব উদ্ভট: জামায়াত নেতা তাহের

জুলাই সনদে স্বাক্ষর: হঠাৎ সংকট, জরুরি বৈঠক শেষে স্বস্তি

আমরা চাই, আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক— প্রধান উপদেষ্টাকে সালাহউদ্দিন

চাকসুতে ভিপি-জিএসসহ ২৪টি পদে ছাত্রশিবিরের জয়, এজিএস ছাত্রদলের

চাকসুর ফল ঘোষণা নিয়ে ছাত্রদল-শিবির হট্টগোল, সহ-উপাচার্য অবরুদ্ধ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত