Ajker Patrika

রবিউলের ‘উড়োজাহাজ’ দেখতে মানুষের ভিড়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রবিউলের ‘উড়োজাহাজ’ দেখতে মানুষের ভিড়

স্বপ্নগুলোকে মুক্ত আকাশে পাখিদের মতো স্বাধীনভাবে ওড়ানোর তীব্র বাসনা ছিল অনেক দিনের। কিন্তু দারিদ্র্যের সীমারেখায় বন্দী থেকে চাইলেই কি আর সব স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব? তবে হাল ছাড়লে তো চলবে না। দারিদ্র্যের নির্মম বাস্তবতাকে পাশ কাটিয়ে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা হিসেবে খোলা আকাশে নিজের তৈরি উড়োজাহাজসদৃশ যন্ত্র উড়িয়েছে রবিউল নামের ব্রাহ্মণবাড়িয়ার এক কিশোর। অর্থের অভাবে লেখাপড়া এখন বন্ধ রবিউলের। তবে অদম্য এই কিশোরের ‘চালকবিহীন বিমান’ দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে মানুষ।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বিরামপুর গ্রামের দিনমজুর নাজু মিয়ার ছেলে রবিউল ইসলাম। মাত্র ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে রবিউল। তিন বছর ধরে লেখাপড়া বন্ধ। পরীক্ষার ফি দিতে না পারায় বিদ্যালয়ে যাওয়া হয়নি তার। বাবার সঙ্গে প্রতিদিন কাজে যেতে হয়। তারপরও কাজের ফাঁকে মা-বাবার চোখ ফাঁকি দিয়ে বিমান সদৃশ যন্ত্র তৈরি করেছে রবিউল। এখন সেটি উড়িয়ে সবার নজর কেড়েছে সে। তার উদ্ভাবিত যন্ত্রটির অবকাঠামো কর্কশিটের তৈরি হলেও রিমোট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে অনায়াসে সেটি নিয়ন্ত্রণ করা যায়।

নির্মাণাধীন নবীনগর-রাধিকা সড়কে বিরামপুরে প্রতিদিন বিকেলে সেটি ওড়াচ্ছে রবিউল। আর তা উপভোগ করছে স্থানীয় বাসিন্দারা। রবিউলের বাবা নজু মিয়া বলেন, ‘আমার ছেলে ছোটবেলা থেকে বিভিন্ন যন্ত্র নিয়ে অনেক কিছু আবিষ্কার করেছে। অভাবের সংসারে এই ছেলেটাকে লেখাপড়া করাতে পারিনি।’

রবিউল ইসলাম বলে, ‘সব সময় ব্যতিক্রম কিছু করার ভাবনা মাথায় আসে। কিন্তু অর্থের অভাবে বাস্তবায়ন করতে পারছি না। চালকবিহীন এই বিমানটি তৈরি করেছি কষ্ট করে। কর্কশিট দিয়ে বিমানটি তৈরি করতে আমার খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। একবার চার্জ করলে দীর্ঘক্ষণ উড়তে পারে। কারও সহযোগিতা পেলে লেখাপড়া চালিয়ে যেতে পারতাম।’

ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের অধ্যক্ষ মোস্তাফা কামাল বলেন, ‘অদম্য মেধাবী রবিউল। তাকে প্রয়োজনীয় সহযোগিতা করলে দেশ ও জাতি খুবই উপকৃত হবে।’
এদিকে মেধাবী রবিউল ইসলামের লেখাপড়া দায়িত্ব নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম। গতকাল বুধবার দুপুরে বাবার সঙ্গে জেলা প্রশাসক কার্যালয় গেলে রবিউল ইসলামকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত