Ajker Patrika

চেয়ারম্যানের জামিন আবেদন নামঞ্জুর

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০৯: ৩৬
চেয়ারম্যানের জামিন আবেদন নামঞ্জুর

পরশুরামে দোকান কর্মচারী মো. শাহীন চৌধুরী হত্যা মামলার গ্রেপ্তার মো. নুরুজ্জামান ভুট্টু চেয়ারম্যানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। নুরুজ্জামান ভুট্টু উপজেলার মির্জানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গতকাল বৃহস্পতিবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নুরুজ্জামান ভুট্টুর আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালতের বিচারক সিরাজ উদ্দিন জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে মামলায় গ্রেপ্তার অপর দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে চায় পুলিশ।

পরশুরামের উত্তর বাজারে আবু বক্কর ছিদ্দিকের ফিশ ফিডের দোকানের কর্মচারী শাহীন চৌধুরী বকেয়া টাকা চাইলে চেয়ারম্যানের উপস্থিতিতে গত ২৩ ডিসেম্বর তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ভুট্টু চেয়ারম্যানকে দুই নম্বর আসামি করে ছয়জনের বিরুদ্ধে পরশুরাম থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী ফিরোজা আক্তার।

গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার টঙ্গী থেকে ভুট্টু চেয়ারম্যানকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন বুধবার সকালে পরশুরাম থানায় তাঁকে সোপর্দ করা হয়।

এ ছাড়া এই মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। গত ২৫ ডিসেম্বর মো. রহিম ও মো. আরিফ হোসেন আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ দারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেপ্তার অপর দুই আসামি এনায়েত হোসেন আকাশ ও আজিমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

ঋণের চাপে আত্মগোপনে থাকা কৃষক দল নেতাকে উদ্ধার করল পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত