Ajker Patrika

লাইসেন্সের দ্বিগুণ ইজিবাইক

আসাদুজ্জামান মামুন, গাইবান্ধা
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৮: ১৬
লাইসেন্সের দ্বিগুণ ইজিবাইক

গাইবান্ধা পৌর শহরে বেড়েছে যানজট। ব্যাটারিচালিত রিকশা-ভ্যান, ইজিবাইকের নিয়ন্ত্রণহীন চলাচল ও চার লেন প্রকল্পের ধীরগতির কারণে শহরের ডিবি রোড, কাচারি বাজার, পুরোনো জেলাখানা মোড়, ব্রিজ রোড ও ২ নম্বর রেলগেট এলাকায় প্রতিদিন সৃষ্টি হচ্ছে যানজট। এতে ভোগান্তিতে পড়ছেন পৌরবাসী।

সরেজমিন দেখা গেছে, ডিবি রোডের ১ নম্বর ট্রাফিক মোড় থেকে ডাকবাংলো মোড়, ফায়ার সার্ভিস মোড়, বাসস্ট্যান্ড, কাচারি বাজার মোড় ও পুরোনো জেলখানা মোড় পর্যন্ত প্রধান সড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। এতে সড়কের এক পাশ বন্ধ রাখা হচ্ছে। ফলে সড়কের অন্য পাশে উভয়মুখী যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হচ্ছে।

গত কয়েক দিন শহরের ওই সব এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে এই যানজট সৃষ্টি হয়। আর এই যানজটের জন্য দায়ী ইজিবাইক ও রিকশা। পৌর এলাকায় যানবাহনের ৬০ থেকে ৬৫ শতাংশ ইজিবাইক আর ব্যাটারিচালিত রিকশা-ভ্যান। এ ছাড়া শহরের ২ নম্বর রেলগেট এলাকার জেলা পরিষদ মোড়, ব্রিজ রোডসহ বিভিন্ন সড়কের পাশে গড়ে উঠেছে ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। এতে কখনো কখনো পুরো সড়ক বন্ধ হয়ে যাচ্ছে।

পৌরসভা সূত্রমতে, ২০১৫ সাল থেকে শহরে চলাচলের জন্য ইজিবাইকের নিবন্ধন দেওয়া শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ। পৌরসভায় নিবন্ধনধারী ইজিবাইক রয়েছে প্রায় সাড়ে তিন হাজার। ব্যাটারিচালিত রিকশা-ভ্যান আরও প্রায় এক হাজার। এ ছাড়া রয়েছে সিএনজিচালিত অটোরিকশা, রিকশা-ভ্যান, মোটরসাইকেল, মাইক্রোবাসসহ ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়ি।

শহরের ডিবি রোডের এক ফার্মেসি দোকানি জানান, মোড়গুলোতে গোলচত্বর বা ইউটার্ন না থাকায় যেখানে-সেখানে সড়কের ওপর ইজিবাইক ঘোরানো হচ্ছে। এতে যানজটের পাশাপাশি প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পথচারীদের হাঁটার জন্য সড়কের দুই পাশে কোনো ফুটপাত নেই। ফলে তাঁরা সড়কের মাঝ দিয়েও চলাচল করছেন।

এদিকে চালকদের দাবি, শহরের ভেতরে ইজিবাইকের কোনো বৈধ স্ট্যান্ড নেই। বৈধ স্ট্যান্ড বা ফাঁকা জায়গা না থাকায় বাধ্য হয়ে তাঁদের সড়কের ওপরেই ইজিবাইকগুলো দাঁড় করিয়ে রাখতে হয়। এ ছাড়া বৈধ ইজিবাইকের বাইরেও শহরে অবৈধভাবে ইজিবাইকও চলাচল করে।

ইজিবাইকচালক শরিফুল বলেন, ‘পৌরসভা থেকে যে পরিমাণ ইজিবাইকের লাইসেন্স দেওয়া হয়েছে, তার দ্বিগুণের বেশি ইজিবাইক অবৈধভাবে শহরে চলাচল করে। অবৈধ ইজিবাইকের বিষয়ে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হলে শহরে যানজট কমে যাবে।’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গাইবান্ধা জেলা সভাপতি মিহির ঘোষ বলেন, ‘কিছু কারণে গাইবান্ধা শহরে যানজটের সৃষ্টি হচ্ছে। এর মধ্যে শহরের পূর্ব থেকে পশ্চিম এলাকায় যাতায়াতে একটি সড়কের ওপর নির্ভরশীলতা অন্যতম কারণ। শুধু চার লেন নির্মাণে এ সমস্যার সমাধান হবে না, এ জন্য একটি রিংরোড বা বিকল্প সড়ক দরকার।

গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান বলেন, ‘শহরে কিছু সড়কের উন্নয়নকাজ চলছে। এতে একটি সড়কে ওপর যানবাহনের চাপ বেড়েছে। ফলে যানজট সমস্যা সম্প্রতি প্রকট আকার ধারণ করেছে। পৌর শহরের যানজট নিরসনে ব্যাটারিচালিত ইজিবাইক-রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার জন্য স্ট্যান্ড করার সদিচ্ছা রয়েছে। কিন্তু সড়কের পাশে জায়গা না থাকার স্ট্যান্ড নির্মাণ করা সম্ভব হচ্ছে না। নিবন্ধনহীন ইজিবাইকের বিরুদ্ধে করোনার সময়ে অভিযান বন্ধ ছিল। তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে পৌরসভার স্বেচ্ছাসেবকেরা কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত