Ajker Patrika

আমিনুলের লিবিয়া থেকে ইতালি যাওয়া হলো না

বিয়ানীবাজার প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ৪৪
Thumbnail image

স্বপ্ন ছিল লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার। সেই স্বপ্ন পূরণে দালালের হাত ধরে রওনা দিয়েছিলেন আমিনুল ইসলাম (২২)। তিনি বিয়ানীবাজার উপজেলার খশির আবদুল্লাহপুর গ্রামের শাহজিপাড়ার আলা উদ্দিনের ছেলে। কিন্তু তাঁর সেই স্বপ্ন পূরণ হয়নি।

লিবিয়ায় জেল থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছেন আমিনুল। গত রোববার লিবিয়ায় আমিনুলের সঙ্গে থাকা এক ব্যক্তির মাধ্যমে এ খবর পায় তাঁর পরিবার।

জানা গেছে, বছরখানেক আগে ইউরোপ যাওয়ার জন্য দালালের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান আমিনুল ইসলাম। তিন মাস আগে সেখান থেকে ইতালির উদ্দেশে রওনা হওয়ার সময় আটক হন লিবিয়া পুলিশের হাতে। এরপর থেকে পরিবারের সঙ্গে তাঁর আর যোগাযোগ হয়নি। গত রোববার বিকেলে লিবিয়ায় অবস্থানরত বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ের এক তরুণ ফোনে জানান, আমিনুল জেল থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তাঁর মরদেহ সে দেশেই দাফন করা হয়েছে।

এদিকে, পরিবারের বড় ছেলের এমন করুণ মৃত্যুতে শোকের মাতম চলছে আমিনুলের পরিবারে। বারবার মূর্ছা যাচ্ছেন আমিনুলের মা সুফিয়া বেগম। সন্তানহারা মাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাও জানা নেই আত্মীয়-স্বজনদের।

আমিনুলের চাচাতো ভাই জিয়াউর রহমান বলেন, লিবিয়া থেকে ফোনে আমাদের জানানো হয়েছে, আমিনুল পুলিশের গুলিতে মারা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত