Ajker Patrika

ট্রাকের ধাক্কায় হাত হারাল কিশোরী

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১১: ৫০
ট্রাকের ধাক্কায় হাত হারাল কিশোরী

নড়াইলের লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় রাফিয়া খানম (১৪) নামের এক কিশোরীর শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়েছে। গত বুধবার বিকেলে লোহাগড়া উপজেলাধীন পদ্দবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গত বুধবার বিকেলে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল রাফিয়া। এ সময় ইট বোঝাই ট্রাক (তাকে ধাক্কা দেয় এবং তার হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে পাঠান। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় বিচ্ছিন্ন হওয়া হাতটি উদ্ধার করা হয়। পরে লোহাগড়া থানা-পুলিশের উপপরিদর্শক (এস আই) গোরাচাঁদ ও ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকে থাকা দুজনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকে থাকা দুজনকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত