Ajker Patrika

বেশির ভাগ পরিবহনচালক ও সহকারী টিকা নেননি

বিয়ানীবাজার প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১২: ২৮
Thumbnail image

করোনা সংক্রমণ রোধে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নতুন বিধিনিষেধ।

এ সময় সব ধরনের যানবাহনের চালক ও সহকারীদের টিকা নেওয়ার কথা বলা হলেও বিয়ানীবাজার উপজেলার বেশির ভাগ চালক-সহকারী এখনো টিকা নেননি। মাস্ক পরতেও অনীহা তাঁদের।

এ ছাড়া বাসে এমনভাবে যাত্রী তোলা হচ্ছে যেখানে স্বাস্থ্যবিধি মানা সম্ভব নয়। উপজেলায় প্রায় ১ হাজার ৫০০ জন পরিবহন শ্রমিক রয়েছেন।

বাসচালক ইদ্রিস বলেন, তিনি করোনার দুই ডোজ টিকা নিয়েছেন। তাঁর কাছে টিকা নেওয়ার সনদও রয়েছে। তবে তাঁর সহকারী মিজান এখনো টিকা নেননি।

বিয়ানীবাজার-ঢাকা চলাচলকারী বাসের চালকের এক সহকারী হাবিব বলেন, তিনি এখনো করোনার টিকা নেননি। মালিকপক্ষ থেকে তাঁদের জরুরি ভিত্তিতে টিকার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

মাইশা পরিবহনের চালকের সহকারী ইবাদত মুখে মাস্ক ছাড়াই যাত্রীদের বাসে তোলার জন্য ডাকাডাকি করছিলেন। মাস্ক না পরার কারণ জানতে চাইতে ইবাদত বলেন, মাস্ক হাত থেকে পড়ে গেছে। এখনো করোনার টিকা নেননি বলেও তিনি জানান।

বিয়ানীবাজার উপজেলায় টিকা নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি পিছিয়ে ৩ চাকার যানবাহনের সঙ্গে সম্পৃক্তরা। তাঁদের মধ্যে টিকা নেওয়ার তাড়াও নেই। এরপরই ট্রাক চালক ও হেলপাররা। তাঁদের বেশির ভাগও এখন পর্যন্ত টিকা নেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত