Ajker Patrika

দুই শিশু নির্যাতনের ঘটনায় মামলা, যুবক গ্রেপ্তার

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১২: ৪১
দুই শিশু নির্যাতনের ঘটনায় মামলা, যুবক গ্রেপ্তার

কাউনিয়ায় চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে দুই শিশুকে নির্যাতনের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে টেপামধুপুর ইউনিয়নের মোল্লাটারী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। যুবকের নাম আকরাম হোসেন (৩২)। তিনি মোল্লাটারী গ্রামের বাসিন্দা।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, শিশু নির্যাতনের ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার সরকার বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ইউনিয়ন পরিষদের সদস্য ইউনুছ আলীসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে আকরামকে গ্রেপ্তার করা হয়।

ওসি মাসুমুর বলেন, আকরামকে এ মামলায় গতকাল শুক্রবার রংপুর আদালতে পাঠানো হয়। অমানবিকভাবে শিশু নির্যাতনের এই ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

মামলা ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আকরামের বাড়িতে ঘরের সিঁধ কেটে ৭০ হাজার টাকা চুরির অপবাদ দিয়ে ৯ ও ১১ বছর বয়সী দুটি শিশুকে ইউনুছ আলীর বাড়িতে নিয়ে নির্যাতন করা হয়। পুলিশ বুধবার দুপুরে জরুরি সেবার ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে ওই বাড়ি থেকে শিশু দুটিকে উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করে। এর মধ্যে এক শিশু অসুস্থ হয়ে পড়লে তাকে বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত