আজকের পত্রিকা ডেস্ক
সন্তান জন্মের খবর শুনে মিষ্টি নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জিয়া উদ্দিন রনি (৩২) ওই ইউনিয়নের কাদের মিয়ার ছেলে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, নিহত রনির পরিবারের কোনো অভিযোগ নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় আরও চারজন প্রাণ হারিয়েছেন। শুক্রবার রাতে ও গতকাল শনিবার এসব মৃত্যুর ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর:
গোপালগঞ্জ: মোটরসাইকেলের ধাক্কায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি রণজিৎ কুমার বাড়ৈ গামা নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে শুক্রবার রাত ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। এর আগে বিকেলে শহরতলির মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। রণজিৎ গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি ছিলেন। তিনি টুঙ্গিপাড়া উপজেলার রুপাহাটি গ্রামের কালিপদ বাড়ৈর ছেলে ও শহরের পূর্ব থানাপাড়ার বাসিন্দা।
মেহেরপুর: গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে আরোহী স্বামী নিহত ও স্ত্রী আহত হয়েছেন। শুক্রবার রাতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের কিবরিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুক হোসেন (৩৫) রাজশাহীর বাসিন্দা। তিনি গাংনীর জোড়পুকুরিয়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
ঠাকুরগাঁও: পীরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় এক রিকশা-ভ্যানের চালক নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে ভেমটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন (৪৩) বীরহলি গ্রামের ইউসুফ আলীর ছেলে।
চাঁদপুর: মতলব উত্তরে মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল বিকেলে সিপাইকান্দি ঠেটালিয়া বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম (৪০) নবুরকান্দি এলাকার মৃত শহীদুল্লাহ প্রধানের ছেলে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, এ ঘটনায় মাইক্রোবাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
নুরুলের স্ত্রী শেফালি আক্তার বলেন, ‘আমার স্বামী সৌদি প্রবাসী। এক মাস আগে তিনি দেশে আসেন। আজ (শনিবার) চাঁদপুর যাওয়ার পথে সিএনজির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমার স্বামী মারা যান।’
সন্তান জন্মের খবর শুনে মিষ্টি নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জিয়া উদ্দিন রনি (৩২) ওই ইউনিয়নের কাদের মিয়ার ছেলে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, নিহত রনির পরিবারের কোনো অভিযোগ নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় আরও চারজন প্রাণ হারিয়েছেন। শুক্রবার রাতে ও গতকাল শনিবার এসব মৃত্যুর ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর:
গোপালগঞ্জ: মোটরসাইকেলের ধাক্কায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি রণজিৎ কুমার বাড়ৈ গামা নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে শুক্রবার রাত ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। এর আগে বিকেলে শহরতলির মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। রণজিৎ গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি ছিলেন। তিনি টুঙ্গিপাড়া উপজেলার রুপাহাটি গ্রামের কালিপদ বাড়ৈর ছেলে ও শহরের পূর্ব থানাপাড়ার বাসিন্দা।
মেহেরপুর: গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে আরোহী স্বামী নিহত ও স্ত্রী আহত হয়েছেন। শুক্রবার রাতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের কিবরিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুক হোসেন (৩৫) রাজশাহীর বাসিন্দা। তিনি গাংনীর জোড়পুকুরিয়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
ঠাকুরগাঁও: পীরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় এক রিকশা-ভ্যানের চালক নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে ভেমটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন (৪৩) বীরহলি গ্রামের ইউসুফ আলীর ছেলে।
চাঁদপুর: মতলব উত্তরে মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল বিকেলে সিপাইকান্দি ঠেটালিয়া বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম (৪০) নবুরকান্দি এলাকার মৃত শহীদুল্লাহ প্রধানের ছেলে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, এ ঘটনায় মাইক্রোবাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
নুরুলের স্ত্রী শেফালি আক্তার বলেন, ‘আমার স্বামী সৌদি প্রবাসী। এক মাস আগে তিনি দেশে আসেন। আজ (শনিবার) চাঁদপুর যাওয়ার পথে সিএনজির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমার স্বামী মারা যান।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪