বিনোদন প্রতিবেদক, ঢাকা
মীর সাব্বির পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘রাত জাগা ফুল’ এবং কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমা দুটি বিদেশের মাটিতে জিতেছে দুটি করে পুরস্কার। দুটি সিনেমাই জিতেছে সেরা চলচ্চিত্রের পুরস্কার। এ ছাড়া ‘রাত জাগা ফুল’-এ অভিনয়ের জন্য মীর সাব্বির জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার, ‘রেহানা মরিয়ম নূর’-এ অভিনয়ের জন্য বাঁধন জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।
শনিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ভারত-বাংলাদেশের ৪২তম সম্মেলনে মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’ পুরস্কৃত হয়েছে। মীর সাব্বিরের হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেন ভারতীয় অভিনেত্রী তনুশ্রী দত্ত। সেরা সিনেমার পুরস্কার তুলে দেন বাংলাদেশি পরিচালক মোরশেদুল ইসলাম। পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘আমার সিনেমা এরই মধ্যে বাংলাদেশ ও ভারতে বেশ কয়েকটি অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়েছে। তবে এবার প্রবাসীদের সামনে যখন পুরস্কার পেলাম, সেটা অন্য রকম তৃপ্তির। প্রবাসীরা আমাদের এত ভালোবাসেন যে ওনাদের কাছে গেলে মনেই হয় না ভিনদেশে আছি।’
আগামী ২০ জুলাই দেশে ফিরবেন মীর সাব্বির। এর আগে তাঁর ‘রাত জাগা ফুল’ সিনেমাটি প্রদর্শিত হবে যুক্তরাষ্ট্রের ডালাস, নিউইয়র্ক ও সানফ্রান্সিসকোতে।
অন্যদিকে স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ সেরা অভিনেত্রী হয়েছেন বাঁধন। শনিবার শেষ হয়েছে উৎসবটির এবারের আসর। সমাপনী দিনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এবার সেরা অভিনেত্রী হয়েছেন বাঁধন। এ ছাড়া উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবেও পুরস্কৃত হয়েছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই সিনেমা।
পুরস্কারপ্রাপ্তির খবর জানিয়ে বাঁধন বলেন, ‘এটা সত্যিই অনেক বড় সম্মান। ধন্যবাদ সিনেমা জোভ ও সম্মানিত জুরিবোর্ডকে আমাদের পুরস্কৃত করার জন্য। এটা আমাদের অনুপ্রেরণা জোগাবে।’
মীর সাব্বির পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘রাত জাগা ফুল’ এবং কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমা দুটি বিদেশের মাটিতে জিতেছে দুটি করে পুরস্কার। দুটি সিনেমাই জিতেছে সেরা চলচ্চিত্রের পুরস্কার। এ ছাড়া ‘রাত জাগা ফুল’-এ অভিনয়ের জন্য মীর সাব্বির জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার, ‘রেহানা মরিয়ম নূর’-এ অভিনয়ের জন্য বাঁধন জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।
শনিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ভারত-বাংলাদেশের ৪২তম সম্মেলনে মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’ পুরস্কৃত হয়েছে। মীর সাব্বিরের হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেন ভারতীয় অভিনেত্রী তনুশ্রী দত্ত। সেরা সিনেমার পুরস্কার তুলে দেন বাংলাদেশি পরিচালক মোরশেদুল ইসলাম। পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘আমার সিনেমা এরই মধ্যে বাংলাদেশ ও ভারতে বেশ কয়েকটি অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়েছে। তবে এবার প্রবাসীদের সামনে যখন পুরস্কার পেলাম, সেটা অন্য রকম তৃপ্তির। প্রবাসীরা আমাদের এত ভালোবাসেন যে ওনাদের কাছে গেলে মনেই হয় না ভিনদেশে আছি।’
আগামী ২০ জুলাই দেশে ফিরবেন মীর সাব্বির। এর আগে তাঁর ‘রাত জাগা ফুল’ সিনেমাটি প্রদর্শিত হবে যুক্তরাষ্ট্রের ডালাস, নিউইয়র্ক ও সানফ্রান্সিসকোতে।
অন্যদিকে স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ সেরা অভিনেত্রী হয়েছেন বাঁধন। শনিবার শেষ হয়েছে উৎসবটির এবারের আসর। সমাপনী দিনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এবার সেরা অভিনেত্রী হয়েছেন বাঁধন। এ ছাড়া উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবেও পুরস্কৃত হয়েছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই সিনেমা।
পুরস্কারপ্রাপ্তির খবর জানিয়ে বাঁধন বলেন, ‘এটা সত্যিই অনেক বড় সম্মান। ধন্যবাদ সিনেমা জোভ ও সম্মানিত জুরিবোর্ডকে আমাদের পুরস্কৃত করার জন্য। এটা আমাদের অনুপ্রেরণা জোগাবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৯ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪