Ajker Patrika

বেড়েছে নিত্যপণ্যের দাম

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ২৮
বেড়েছে নিত্যপণ্যের দাম

নড়াইলের লোহাগড়া উপজেলায় হঠাৎ বেড়ে গেছে চাল, ডাল, আটা, মসলা, ভোজ্যতেল, সবজি, মাছ, মাংসসহ নিত্যপণ্যের দাম। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এতে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষকে।

গতকাল সোমবার লোহাগড়া বাজার, লক্ষ্মীপাশা বাজার, এডেন্দা বাজার, দিঘলিয়া বাজার, মানিকগঞ্জ বাজার, লাহুড়িয়া বাজার ঘুরে দেখা গেছে, বাজার করতে আসা ক্রেতারা নিত্যপণ্য কিনতেই হিমশিম খাচ্ছেন। সব ধরনের পণ্য বাড়তি দামে কিনতে হচ্ছে। ২-৩ মাসে নিত্যপণ্যের মূল্যতালিকা পর্যবেক্ষণ করে দেখা যায়, ৫ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

দেখা যায়, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে, ফুল কপি বিক্রি হচ্ছে ৫০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা কেজি দরে, পেঁয়াজ ৪০ টাকা, রসুন ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, উচ্ছে ১২০ টাকা, শিম ৫০ টাকা, বরবটি শিম ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, শসা ৫০ টাকা, টমেটো ৩০ টাকা কেজি দরে এবং লাউ প্রতি পিচ ৬০ টাকা থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। চিনি ৮০ টাকা, আটা প্রতি কেজি ৩২ টাকা, মসুরি ডাল প্রতি কেজি ৯৫ টাকা, চাল চিকন ৪৬ টাকা, স্বর্ণা ৪২ টাকা, বাঁশমতি ৭০ টাকা, মিনিকেট ৬২ টাকা, কাজললতা ৫২ টাকা, আমন ৪৬ টাকা। নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়ায় নাভিশ্বাস উঠেছে মধ্য ও নিম্নবিত্ত শ্রেণির মানুষের মধ্যে। দিনমজুরেরা আরও বেশি বিপাকে পড়েছেন।

গতকাল কথা হয় উপজেলার কাউড়িখোলা গ্রামের বিপুল গাইনের সঙ্গে। তিনি বলেন, ‘যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে। এমন চলতে থাকলে দুদিন পরে আমাদের পথে বসতে হবে।’

লোহাগড়া বাজারের সবজি ব্যবসায়ী সুজন বলেন, এবার বাজারের সব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। অসময়ে বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছে। এ কারণে চালসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। এ কারণে কাঁচা সবজির দাম চড়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

স্বাধীনতা পুরস্কার প্রত্যাখ্যান করলেন বদরুদ্দীন উমর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত