Ajker Patrika

উত্ত্যক্তের জের ধরে সংঘর্ষ, আহত ৬

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৫: ০৭
Thumbnail image

চট্টগ্রামের মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্তের জেরে ছাত্রলীগের দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। ঘটনার পর দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার বেলা সাড়ে ১১টা ও দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভা মার্কেটের সামনে এবং পৌর বাজারের ফুট ওভার ব্রিজের নিচে এ সংঘর্ষ হয়।

ছাত্রলীগের নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, গত শনিবার সকালে মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রীকে কলেজ সড়কে উত্ত্যক্তের ঘটনা ঘটে। এর জের ধরে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল নাহিদের সমর্থকেরা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য শাহনেওয়াজ নিশাদের অনুসারীদের ধাওয়া দেন।

গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে মিরসরাই পৌরসভা মার্কেটের সামনে শাহনেওয়াজ নিশাদ ও তাঁর কর্মীদের ওপর আরেক দফা হামলা হয়। এতে নিশাদসহ তাঁর অনুসারী রাজিব, সাকিব, সজিব ও হাছান আহত হন। এর জবাবে দুপুর সাড়ে ১২টার দিকে নিশাদের অনুসারীরা পৌর বাজারের ফুট ওভার ব্রিজের নিচে পৌর ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালান।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে পুনরায় কলেজ ছাত্রলীগ নেতা নিশাদের কর্মীরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তালবাড়ীয়া গ্রামে পৌর ছাত্রলীগ কর্মী রিয়াদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাঁরা ঘরের দরজা-জানালা ভাঙচুর করেন। রিয়াদকে না পেয়ে তাঁদের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

আহত ছাত্রলীগ নেতা-কর্মীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহনেওয়াজ নিশাদের অভিযোগ করেন, ‘গত শনিবার সকালে আমার কলেজের এক শিক্ষার্থী প্রাইভেট পড়তে আসলে কয়েকজন বখাটে তাঁকে উত্ত্যক্ত করে। এ সময় আমরা বখাটেদের ধাওয়া করলে ঘটনার সূত্রপাত হয়।’ এ ঘটনার জেরে গতকাল মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবালের অনুসারীরা অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাঁদের ওপর হামলা চালান।

জাফর ইকবাল বলেন, ‘আমি পারিবারিক কাজে নারায়ণগঞ্জে আছি। ঘটনার সঙ্গে অহেতুক আমাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। উল্টো মোবাইল ফোনে কল দিয়ে আমাকে হত্যার হুমকি দিচ্ছে।’

মিরসরাই থানার উপপরিদর্শক রাজিব পোদ্দার বলেন, ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত