Ajker Patrika

সুষ্ঠু বিচারের আশা ছেড়ে দিয়েছেন সার্জেন্ট মহুয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৯: ০৭
সুষ্ঠু বিচারের আশা ছেড়ে দিয়েছেন সার্জেন্ট মহুয়া

নারী সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবা মনোরঞ্জন হাজংকে গাড়িচাপা দেওয়ার ঘটনায় মামলা নিলেও তদন্তে কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছে পুলিশ। ঘটনার দুই সপ্তাহ পর গত বৃহস্পতিবার এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা নথিভুক্ত হয়েছে।

এ নিয়ে আক্ষেপ করে মামলার বাদী মহুয়া হাজং বলেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতেই এমন মামলা নেওয়া হয়েছে। সব তথ্যপ্রমাণ থাকার পরও যখন অজ্ঞাতদের আসামি করা হয়েছে, তখনই তিনি সুষ্ঠু বিচারের আশা ছেড়ে দিয়েছেন।

২ ডিসেম্বর রাতে বনানীর চেয়ারম্যানবাড়ী সড়কে মোটরসাইকেল আরোহী মনোরঞ্জনকে চাপা দেয় একটি লাল রঙের বিএমডব্লিউ গাড়ি। গাড়ির মালিক সাইফ হাসান নামের একজন। তাঁর বাবা একজন বিচারপতি। গাড়িচাপায় মনোরঞ্জন গুরুতর আহত হন। এরই মধ্যে তাঁর একটি পা কেটে ফেলা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি বারডেমের আইসিইউতে চিকিৎসাধীন।

অভিযোগ উঠেছে, প্রভাবশালী বাবার সন্তান হওয়ায় সাইফের বিরুদ্ধে শুরুতে মামলা নেয়নি পুলিশ।

গতকাল শুক্রবার বনানী থানার ওসি নুরে আযম মিয়া জানান, মামলার তদন্ত চলছে। কোনো অগ্রগতি নেই। কোন গাড়ি মনোরঞ্জনকে ধাক্কা দিয়েছে, সেই গাড়ির চালক কে ছিলেন, এসব বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানান এই কর্মকর্তা। এমনকি ঘটনার সময়কার সিসি ক্যামেরার ফুটেজও তাঁরা পাননি। অথচ কয়েক দিন ধরে দেশের প্রায় সব গণমাধ্যমে সেই ফুটেজ প্রচারিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত