Ajker Patrika

২৮ বছর পর মহিলা দলের কর্মিসভা

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১০: ৪৫
২৮ বছর পর মহিলা দলের কর্মিসভা

দীর্ঘ ২৮ বছর পর মানিকগঞ্জ জেলা মহিলা দলের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকার মুন্নু সিটিতে এই কর্মিসভা অনুষ্ঠিত হয়।

এ সভার উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস। কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। এতে মূল বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ সুলতানা আহমেদ।

সভায় আফরোজা আব্বাস বলেন, ‘ডা. মুরাদের মতো একজন নারী বিদ্বেষী, চরিত্রহীন ব্যক্তিকে মন্ত্রী বানানো হয়। নারীর প্রতি অবমাননা ও মানহানিকর কথা বলার কারণে মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া হলেও তাকে কানাডায় পাঠানোর ব্যবস্থা করেছে এই ভোট চোরের অবৈধ সরকার। কিন্তু কানাডা ও দুবাইয়ে ঠাঁই না পেয়ে দেশে ফিরে এসে আত্মগোপন করেছে। অবিলম্বে তাঁকে আইনের আওতায় আনার দাবি করছি।’

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নুর জাহান মাহাবুব, মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রোখসানা খানম মিতু, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সত্যেকান্ত পণ্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অপর্ণা দাস প্রমুখ।

সর্বশেষ ১৯৯৩ সালে জেলা মহিলা দলের সম্মেলনের মাধ্যমে কমিটি হয়েছিল। এরপর আর কোনো সম্মেলন হয়নি। আগামী সাত দিনের মধ্যে সর্ব সম্মতিক্রমে সংগঠনে জেলা কমিটি গঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত