Ajker Patrika

মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদতবার্ষিকীতে সভা ও দোয়া

বাবুগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১১: ৩৯
মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদতবার্ষিকীতে সভা ও দোয়া

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বাবুগঞ্জের আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। তাঁর গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের রহিমগঞ্জ গ্রামে শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন কলেজে গতকাল মঙ্গলবার সকাল এই ১০টায় দোয়া ও আলোচনা সভা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীরশ্রেষ্ঠের ভাইয়ের ছেলে মো. মাহমুদুল হাসান, উক্ত কলেজের প্রভাষক মোঃ ইব্রাহিম খলিল, প্রভাষক মো. শংকর বাড়ৈ, প্রভাষক মো. ইকবাল হোসেন মামুন, প্রভাষক মুন্নী আক্তার ও দ্বাদশ শ্রেণির ছাত্রী অহনা আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধে শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য পাক হানাদার মুক্ত হওয়ার একদিন আগে ১৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের উপকণ্ঠে রেহাইচার নামক স্থানে রাজাকার-আলবদর বাহিনীর বুলেটে মহিউদ্দিন জাহাঙ্গীর শহীদ হন। পরে সহযোদ্ধারা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ প্রাঙ্গণে তাঁর লাশ দাফন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত