Ajker Patrika

আওয়ামী লীগে বিভক্তি, সম্মেলন নিয়ে আশঙ্কা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আওয়ামী লীগে বিভক্তি, সম্মেলন নিয়ে আশঙ্কা

জেলা সম্মেলনের আগে বিভক্ত হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। জেলা পরিষদ নির্বাচনের পর দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিভক্তি আরও স্পষ্ট হয়ে ধরা দিয়েছে। এসব কারণে তিন দফা পিছিয়েছে জেলা আওয়ামী লীগের সম্মেলন। তবে শেষ পর্যন্ত পূর্বঘোষিত সময়ে সম্মেলন হয় কি না তা নিয়ে আবারও সংশয়ে দলটির নেতা-কর্মীরা।

আওয়ামী লীগের সূত্রে জানা গেছে, জেলার সাধারণ সম্পাদক আল মামুন সরকার জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরদিন দলের পূর্বনির্ধারিত সভায় যোগ দেননি। দলের অনেক নেতা তাঁর পক্ষে নির্বাচনের মাঠে ছিলেন না বলে অভিযোগ তোলেন তিনি। এদিকে ১২ নভেম্বর সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। অবশ্য এর আগে কয়েক দফা সম্মেলনের তারিখ পেছানো হয়। বারবার তারিখের পর তারিখ ঘোষিত হলেও শেষ পর্যন্ত সম্মেলন না হওয়ায় এবার এটি নিয়ে শঙ্কা জানিয়েছেন দলের নেতা-কর্মীরা।

দলের একাধিক সূত্রে জানা গেছে, জেলার অন্যান্য এলাকার সংসদ সদস্যদের মতো মোকতাদির চৌধুরী কেন প্রকাশ্যে চেয়ারম্যান-মেম্বারদের নিয়ে ঘটা আয়োজনে মিটিং করছেন না তা নিয়ে অনুযোগ ছিল মামুনের। নির্বাচনের ফলাফলে সদর উপজেলা কেন্দ্রে পরাজিত হন মামুন। এখানে তিনি পান ৭৪ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী শফিকুল আলম পান ৮৮ ভোট। তবে মোকতাদির চৌধুরীর নির্বাচনী আসনের বিজয়নগর উপজেলায় মামুন বিজয়ী হন। এ ছাড়া জেলার ৯ উপজেলার মধ্যে নাসিরনগর ও সরাইল উপজেলা কেন্দ্রে পরাজিত হন আল মামুন সরকার।

তবে দলে কোনো বিভক্তি নেই জানিয়ে আল মামুন সরকার বলেন, যারা দলের প্রার্থীর বিরোধিতা করেছে, তারা দলের ভেতরের স্বার্থান্বেষী মহল। সব নির্বাচনেই তারা বিরোধিতা করেছে। এদের মধ্যে এমন লোকও আছে যারা অতীতে নাসিরনগরে বিএনপির নির্বাচন করেছে। অনেকে আছে কোনো নির্বাচনই আওয়ামী লীগের পক্ষে করেনি। কিন্তু এরা আওয়ামী লীগে আসার পর রাতারাতি  আঙুল ফুলে কলাগাছ হয়েছে। আগে ফুটপাতে চাঁদা তুলে চলত। এখন ৮-১০ তলা বাড়ির মালিক।

আল মামুন সরকার আরও বলেন, ‘নির্বাচনের আগেই এমন ব্যক্তিদের বিরুদ্ধে আমি অভিযোগ দিয়েছি। এঁরা পরিচিত মুখ।’ তবে জেলা আওয়ামী লীগ সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, দলের সবাই ঐক্যবদ্ধ হয়েই নির্বাচনে কাজ করেছেন। দলের মধ্যে কোনো বিভক্তি নেই। এ সময় আগামী ১২ নভেম্বর দলের সম্মেলন হবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত