Ajker Patrika

নরসিংদীতে শিক্ষকের স্মরণে সভা

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ০১
Thumbnail image

নরসিংদীর ঐতিহ্যবাহী সাটিরপাড়া কালি কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক প্রফুল্ল চন্দ্র গোপের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র ও বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সদস্য আমজাদ হোসেন বাচ্চু। প্রফুল্ল গোপ ১৯৬৩ সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে উক্ত বিদ্যালয়ে যোগদান করেন এবং ২০০৩ সালের এপ্রিল মাসে অবসর নেন। ২০২০ সালে তিনি মারা যান।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নূর হোসেন ভূঁইঞার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রয়াত প্রফুল্ল চন্দ্র গোপের শিক্ষাদান কৌশল এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্যে নিয়ে আলোচনা করা হয়। কর্মকালীন সময়ে তাঁর বিশেষ অবদানের বিভিন্ন দিক তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অবসরপ্রাপ্ত সচিব ও প্রফুল্ল গোপের ছেলে পরিতোষ চন্দ্র গোপ, অধ্যাপক নূরজাহান বেগম, সাবেক ছাত্র অবসরপ্রাপ্ত সচিব সামসুজ্জামান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য অহিভূষণ চক্রবর্তী, শিক্ষক নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা প্রমুখ।

সভায় বক্তারা প্রফুল্ল গোপের কর্মময় জীবনের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন এবং তাঁর আত্মার মঙ্গল কামনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত