Ajker Patrika

ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হলেও আসছে না কাজে

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০৯: ৩৩
ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হলেও আসছে না কাজে

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ শেষ হলেও প্রধান সড়ক থেকে স্টেশনে প্রবেশ করার রাস্তা ব্যবহারের অনুপযোগী হওয়ায় স্টেশনটি চালু করা হচ্ছে না। ফলে বিভিন্ন সময় অগ্নিকাণ্ড অথবা প্রাকৃতিক দুর্যোগের সময় পার্শ্ববর্তী উপজেলা কিংবা জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে কাজ করতে হয়। এর ফলে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে।

জানা যায়, ২০১৭ সালে ৩৩ শতাংশ জমির ওপর গলাচিপা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। ১৮ মাসের চুক্তিতে ২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ শুরু হলেও কয়েক দফায় প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি পায়। কিন্তু তারপরও স্টেশন চালু করার বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পৌরসভার বাসিন্দা গোবিন্দ মালাকার বলেন, ‘কয়েক মাস আগে এখানে আগুন লেগেছিল। তখন আগুনের ভয়াবহতা দেখেছি। তাই সরকারের কাছে দাবি যত দ্রুত সম্ভব ফায়ার সার্ভিসটি চালু করে দেওয়া।’

পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক নিজাম উদ্দিন জানান, প্রকল্পের মধ্যে মূল সড়ক থেকে স্টেশনে প্রবেশের সড়কটি না থাকায় ও সড়কের দায়িত্ব পৌরসভার হওয়ায় জটিলতার সৃষ্টি হয়েছে। তবে কীভাবে দ্রুত এটি চালু করা যায় সে বিষয়ে তারা কাজ করছেন।

পৌর মেয়র আহসানুল হক তুহিন বলেন, ‘পৌরসভার নিজস্ব অর্থায়নে সড়কটি নির্মাণ করা সম্ভব নয়। তাই ৫ কোটি টাকার একটি প্রকল্প দিয়েছি। এটি অনুমোদন হলেই দ্রুত কাজ শুরু করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত