Ajker Patrika

রাজবাড়ী সদর ও পৌর বিএনপির কমিটি

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৯: ২১
রাজবাড়ী সদর ও পৌর বিএনপির কমিটি

রাজবাড়ী সদর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী ও সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ দুই ইউনিটের কমিটি ঘোষণা করা হয়।

৫১ সদস্যের রাজবাড়ী পৌর বিএনপির আহ্বায়ক হয়েছেন মাহবুবুল আলম চৌধুরী দুলাল এবং সদস্যসচিব জহির রাজ। কমিটিতে ১৫ জন যুগ্ম আহ্বায়কের মধ্যে সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ছেলে অর্ণব নেওয়াজ ঋষিত ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত অ্যাডভোকেট এম এ খালেকের ছেলে এম এ খালেদ পাভেল রয়েছেন। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নবগঠিত কমিটির ১ নম্বর সদস্য। আগের কমিটির সভাপতি মঞ্জুরুল আলম দুলাল ও সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটুও রয়েছেন সদস্য হিসেবে।

এদিকে আবুল হোসেন গাজীকে আহ্বায়ক এবং মজিবর রহমানকে সদস্যসচিব করে সদর উপজেলা বিএনপির ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী জানান, গত শনিবার স্কাইপের মাধ্যমে বৃহত্তর ফরিদপুরের বিভাগীয় কমিটির সভা হয়। এতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহসাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমানসহ বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

সভার সিদ্ধান্ত মোতাবেক ওই দিন রাতে জেলা বিএনপির নেতা–কর্মীদের মতামতের ভিত্তিতে সদর উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দিনের আন্দোলন সংগ্রামে নতুন কমিটির নেতারা সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা করি।

২০২০ সালের ১৭ জানুয়ারি রাজবাড়ী সদর উপজেলা ও পৌর বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়। এত দিন কমিটি ছাড়াই চলছিল এ দুই ইউনিটের কার্যক্রম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত