Ajker Patrika

নৌকার প্রচার মাইক ভাঙচু‌র মারধর

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৯
নৌকার প্রচার মাইক ভাঙচু‌র মারধর

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুল মালেক শিকদারের বিরুদ্ধে নৌকা প্রতীকের প্রার্থী আবদুর রবের প্রচার মাইক ভাঙচুর ও মাইক বহনকারী ভ্যানের চালক মিরাজ মোল্লাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

গত বুধবার রাত ৭টার দিকে ইউনিয়নের জৌকুড়া প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। ভ্যানচালক মিরাজ ধাওয়াপাড়া এলাকার জব্বার মোল্লার ছেলে।

ভ্যানচালক মিরাজ জানান, তিনি ভ্যানে মাইক বেঁধে নৌকার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। হঠাৎ দুই তিনটি মোটরসাইকেলে কয়েকজন এসে প্রচার মাইক ভাঙচুর করে। এবং তিনি প্রচারণা চালাচ্ছেন কেন? এসব বলে তাঁকে চড় থাপ্পড় মারে। সে সময় দুর্বৃত্তরা মুখোশ পরে থাকায় তাঁদের কাউকে চিনতে পারেননি মিরাজ।

নৌকার প্রার্থী আবদুর রব জানান, শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করতে স্বতন্ত্র প্রার্থী আবদুল মালেক শিকদার ষড়যন্ত্র করছে। বহিরাগত লোকজন এনে মহড়া দিয়ে ভয়ভীতি সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু সাধারণ জনগণ নৌকায় ভোট দেবে। সে জনপ্রিয়তায় ভয় পেয়ে মুখোশধারীরা আজ তাঁর প্রচার মাইক ভাঙচুর ও ভ্যানচালককে মারধর করেছে। বিষয়টি তিনি মৌখিকভাবে জেলা প্রশাসক ও পুলিশকে জানিয়েছেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল শিকদার জানান, চন্দনীতে নৌকার প্রচার মাইক ভাঙচুর ও ভ্যান চালককে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত