Ajker Patrika

তবু চলবে ফেডারেশন কাপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৬
তবু চলবে ফেডারেশন কাপ

মাঠের ঠিক মাঝে দাঁড়িয়ে তিন রেফারি। এক পাশে বসে আবাহনীর ফুটবলাররা। তাঁদের প্রতিপক্ষ উত্তর বারিধারা ক্লাব মাঠেই আসেনি। খেলার ১৫ মিনিট পার হয়ে যাওয়ার পর নির্ধারিত নিয়ম মেনে খেলা পরিত্যক্ত হওয়ার ঘোষণা দেন প্রধান রেফারি।

৩৩তম ফেডারেশন কাপের গতকাল ছিল উদ্বোধনী দিন। প্রথম দিনে হওয়ার কথা ছিল দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে ‘এ’ গ্রুপে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে খেলার কথা ছিল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। ‘বি’ গ্রুপে পরের ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ ছিল উত্তর বারিধারা। বসুন্ধরা আর বারিধারা মাঠে না আসায় পরিত্যক্ত হয়েছে দুটি ম্যাচই।

ঘটনার শুরু বসুন্ধরাকে দিয়েই। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের অ্যাস্ট্রো টার্ফে খেলতে না চাওয়া ও টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ফরম্যাট নিয়ে আপত্তি তুলে গত পরশু ফেডারেশন কাপ থেকে নাম প্রত্যাহার করে লিগ ও ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। তবু নিয়ম মেনে গতকাল বিকেল ৪টায় মাঠে নেমেছেন স্বাধীনতা ক্লাবের ফুটবলাররা। বসুন্ধরা না আসায় নিয়ম অনুযায়ী ১৫ মিনিট দেখার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ পরিচালনার কর্মকর্তারা। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে ৬টা ৪৫ মিনিটে আবাহনী-বারিধারা ম্যাচেও।

কমলাপুরের টার্ফ খেলোয়াড়দের জন্য ঝুঁকিপূর্ণ; এই দাবিতে ফেডারেশন কাপের আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লিগ কমিটির কাছে চিঠি দিয়েছিল বসুন্ধরা, বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

তিন দল না খেলায় ফেডারেশন কাপের পাশে বসে গেছে বড় প্রশ্ন চিহ্ন। যদিও লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী বলছেন এত নাটকের পরও চলবে ফেডারেশন কাপ। গতকাল তিনি বলেছেন, ‘ফেডারেশন কাপ চলবে। কোনো পরিবর্তন হবে না। কাল (আজ) ম্যাচ না হলে তখন দেখা যাবে কী করা যায়। যারা আসেনি, তারা ভুল করেছে। এখন সব বাইলজ অনুযায়ীই হবে।’ তিনি আরও যোগ করেছেন, ‘৬ ডিসেম্বর ১২ ক্লাবের প্রতিনিধিরা বাইলজের সব মেনেই ফেডারেশন কাপে খেলতে স্বাক্ষর করেছেন।’

দুই ম্যাচের রিপোর্ট বাফুফের হাতে তুলে দিয়েছেন ম্যাচ কমিশনার রকিবুল আলম। স্বাধীনতা-আবাহনী ওয়াকওভার পাবে কি না, কিংবা বসুন্ধরা-বারিধারা না আসায় তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সে সিদ্ধান্ত নেবে বাফুফের শৃঙ্খলা কমিটি, জানিয়েছেন সালাম মুর্শেদী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত