Ajker Patrika

‘প্রকাশ্যে নৌকায় সিল মারা হবে’

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৩১
‘প্রকাশ্যে নৌকায় সিল মারা হবে’

নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের এজেন্ট বের করে দিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম গাজীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুটন চন্দ্র দত্ত। গতকাল বৃহস্পতিবার জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তার কাছে লিখিতভাবে এমন অভিযোগ দিয়েছেন তিনি। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন কামরুল ইসলাম গাজী।

অভিযোগে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম গাজীর কর্মী সমর্থকেরা বিভিন্নভাবে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের জুটন দত্তের প্রচারণায় বাধা দিচ্ছেন। আগামী ২৬ ডিসেম্বর ভোটের দিন নৌকার কর্মীরা কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দিয়ে প্রকাশ্যে নৌকায় সিল মারবেন বলে প্রচার ও হুমকি দিচ্ছেন। যারা প্রকাশ্যে নৌকায় ভোট দেবেন শুধু তাঁদের কেন্দ্রে যাওয়ার জন্য বলা হচ্ছে। যারা ভোট দেবেন না তাঁদের কেন্দ্রে যেতে নিষেধ করে হুমকি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের কর্মীরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে প্রকাশ্যে ও গোপনে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের এমন হুমকি দেওয়ার কারণে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুটন চন্দ্র দত্ত বলেন, হিন্দু অধ্যুষিত এই ইউনিয়নে ভোটের আগেই সিল মারার হুমকি দিয়ে আতঙ্ক তৈরি করে সুষ্ঠু ভোট গ্রহণের পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনের এমন সব অন্যায় আচরণের প্রতিকারের জন্য একাধিকবার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হবে।

আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম গাজী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর এমন অভিযোগ পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমার কর্মী সমর্থকেরা কোনো ধরনের হুমকি দেননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত