Ajker Patrika

ইফতারির দাম এক টাকা

মীর মো. মহিব্বুল্লাহ, পটুয়াখালী
আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১১: ৫৫
ইফতারির দাম এক টাকা

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা প্রায় সবাই। নিম্ন আয়ের মানুষের জন্য পরিস্থিতিটা আরও ভয়াবহ। রোজার মাসে খেটে খাওয়া এসব মানুষের ভোগান্তি আরও বেড়েছে। কাজের তাগিদে বেশির ভাগ দিনই ইফতারের সময় পথেঘাটে কাটাতে হয় তাঁদের। কিন্তু দাম বেশি হওয়ায় দোকান থেকে ইফতারসামগ্রী কিনে তৃপ্তি নিয়ে খাওয়ার সুযোগ নেই।

সেই কথা মাথায় রেখে পটুয়াখালীতে নিম্ন আয়ের মানুষের জন্য এক টাকায় ইফতারসামগ্রী বিক্রি করছে ‘পটুয়াখালীবাসী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংশ্লিষ্টরা জানালেন, বিত্তবানদের সহযোগিতায় রোজার প্রথম দিন থেকে এ কার্যক্রম শুরু করেছেন তাঁরা। চালাবেন রোজার মাসজুড়ে। এ কার্যক্রমের আওতায় প্রতিদিন তিন শতাধিক মানুষ ইফতারি কিনতে পারছেন।

গতকাল বিকেলে পটুয়াখালী আলাউদ্দিন শিশুপার্ক এলাকায় গিয়ে দেখা যায়, টেবিল বিছিয়ে বিভিন্ন ধরনের ইফতারসামগ্রী সাজিয়ে রাখা হয়েছে। এর মধ্যে ছিল ছোলা, মুড়ি, পিয়াজি, বেগুনি, জিলাপি, বুন্দিয়া, বিরিয়ানি, বোতলজাত পানিসহ নানা পদ। প্রতিটি আইটেমের মূল্য এক টাকা করে। অটোচালক, রিকশাচালক, পথচারী, ছিন্নমূল মানুষ থেকে শুরু করে অনেকেই এক টাকা দিয়ে বেছে নিচ্ছেন নিজের পছন্দের ইফতারি।

কম টাকায় ভালো খাবার পেয়ে উচ্ছ্বসিত প্রায় সবাই। রহমান নামে একজন রিকশাচালক বললেন, ‘রিকশা চালিয়ে যে আয় হয়, তা দিয়ে বেশি দামে ইফতারি কিনতে পারি না। এক টাকা দিয়ে ইফতারি কিনতে পেরে খুব খুশি লাগছে।’

অটোচালক সুমন বলেন, ‘অন্য জায়গায় যে ইফতারি কিনতে ৫০-৬০ টাকা লাগে। ৪-৫ টাকা দিয়ে এখান থেকে সেই ইফতারি কিনতে পারছি।’

শহরের চরপাড়া এলাকার বাসিন্দা হুমায়ূন নূর বলেন, এক টাকায় ইফতারের এই আয়োজন নিম্ন আয়ের মানুষের জন্য রোজার মাসে একটি নেয়ামত। এ কার্যক্রমের উদ্যোক্তাদের তিনি ধন্যবাদ জানান।

পটুয়াখালীবাসী সংগঠনের সভাপতি মাহমুদ হাসান রায়হান বলেন, ‘দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ কাজের কারণে বেশির ভাগ সময় বাইরে ইফতার করেন। কিন্তু দোকানে ইফতারির দাম বেশি হওয়ায় তাঁরা তৃপ্তি নিয়ে ইফতার করতে পারেন না। সেই বিষয়টি মাথায় রেখে আমরা তাঁদের এক টাকায় ইফতারসামগ্রী দেওয়ার উদ্যোগ নিয়েছি।’

সুখবর সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত