Ajker Patrika

স্কুলছাত্রকে যৌন হয়রানির অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৪৫
স্কুলছাত্রকে যৌন হয়রানির অভিযোগ

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবক সজলের শাস্তির দাবিতে গত শনিবার বিকেলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের রাজবাড়ী জেলা শাখা।

সংগঠনের সভাপতি লাইলী নাহার ও সাধারণ সম্পাদক ডা. পূর্ণিমা দত্ত স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, মিজানপুর ইউনিয়নের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে একটি ঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোর করে যৌন নির্যাতন করেন সজল। এ ঘটনা কাউকে বললে মারধরের ভয় দেখান। এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মহিলা পরিষদের পক্ষ থেকে বলা হয়, শিশুটি ও তার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া এবং সঠিক মেডিকেল রিপোর্ট পাওয়ার জন্য তারা জোর দাবি জানান। অপরাধী যেন কোনোভাবেই প্রভাবশালী বা কোনো রাজনৈতিক মহলের আশ্রয় না পায় অথবা অর্থ লেনদেনের মাধ্যমে অপরাধকে ও অপরাধীকে আড়াল করার অপচেষ্টায় করতে না পারে সে বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করা হয়। তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদত হোসেন বলেন, ষষ্ঠ শ্রেণির ছাত্রকে যৌন হয়রানির বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত