Ajker Patrika

১০ মিনিটে পুড়ল তিনটি বসতঘর

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৪: ০৫
Thumbnail image

কক্সবাজারের পেকুয়ায় মাত্র ১০ মিনিটে আগুনে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন নুরুল আমিন, নুরুচ্ছফা ও হাকিম আলী। তাঁরা তিনজনই সহোদর।

পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য শাহেদুল ইসলাম বলেন, গতকাল সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে খেতে কাজ করতে যান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের তিনটি বসতঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই মাত্র দশ মিনিটে বসতঘর তিনটি পুড়ে যায়। অগ্নিকাণ্ডে তিন পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রান্নাঘরের চুলা থেকে আগুন ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহায়তা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত