Ajker Patrika

সায়েন্স ফিকশন ছবিতে নিরব

বিনোদন প্রতিবেদক. ঢাকা
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৯: ৪৫
Thumbnail image

ঢাকাই ছবিতে রোমান্টিক, অ্যাকশন, ড্রামা—এ ঘরানার কাজই বেশি হয়। ইদানীং থ্রিলার ছবিও তৈরি শুরু করেছেন অনেকে। সারা বিশ্বের জনপ্রিয় ঘরানা সায়েন্স ফিকশন এ দেশে হয়-ই না বলতে গেলে। তবে বছরের শুরুতে চিত্রনায়ক নিরব চুক্তিবদ্ধ হলেন এমন একটি ছবিতে, যেটি তৈরি হবে বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনি নিয়ে।

ছবির নাম ‘জলকিরণ’, বানাবেন এইচ আর হাবিব। আর এতে নিরবের সঙ্গী হবেন অর্চিতা স্পর্শিয়া। এর আগে চলচ্চিত্র অভিনেত্রী রোজিনার পরিচালনায় ‘ফিরে দেখা’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন নিরব-স্পর্শিয়া। সেটি মুক্তির অপেক্ষায় আছে।

নিরব জানিয়েছেন, ‘জলকিরণ’ তাঁর প্রথম সায়েন্স ফিকশন ছবি। তাই কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। আগামী ১ মার্চ থেকে শুরু হবে ছবির শুটিং। তিনি বলেন, ‘বেশ অভিনব ভাবনার একটি গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। সময়োপযোগী প্রচেষ্টা বলা যায়। এখানে দর্শক অন্য রকম একটা ফ্লেভার পাবেন। চরিত্রগুলোর মধ্যে আকর্ষণ আছে। অপেক্ষা করছি শুটিং শুরু করার।’

‘জলকিরণ’ ছবির গল্পে দেখা যাবে, বিজ্ঞানের একটি আবিষ্কারের ফলে পুরো সমাজ, অর্থনীতি ও সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন আসে। সেই পরিস্থিতি থেকে কীভাবে সমাজে আবার শান্তি প্রতিষ্ঠিত হয়, সেটাই দেখানো হবে ছবিতে। ‘জলকিরণ’ নির্মাতা এইচ আর হাবিব বলেন, ‘শিশু-কিশোরসহ সব দর্শকের উপযোগী করেই ছবিটি তৈরি হবে। সায়েন্স ফিকশন ছবিতে সাধারণত নাশ-বিনাশ বা যুদ্ধ জয়ের গল্প দেখা যায়। তবে এই ছবি জোর দেবে সিচুয়েশনাল কমেডিতে।’

ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন সৈয়দ হাসান ইমাম, আরমান পারভেজ মুরাদ, রাশেদ মামুন অপু, সুজন হাবিব, সৌরভ ফারসি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত