Ajker Patrika

নির্বাচন কর্মকর্তাসহ আটক ২

জকিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৯: ০০
Thumbnail image

জকিগঞ্জের কাজলসার ইউপি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ইউপির ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত দুই নির্বাচন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান সাকিব ও রিটার্নিং কর্মকর্তা আরিফুল হক।

জানা গেছে, কাজলসার ইউনিয়নের মরিচা ভোটকেন্দ্রে গত মঙ্গলবার ব্যালট পেপার পৌঁছানো হয়নি। গতকাল দুপুর পর্যন্ত ব্যালট পেপারের অভাবে কেউ ভোট দিতে না পারায় বিষয়টি সরকারের গোয়েন্দা সংস্থার নজরে আসে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হকের সঙ্গে যোগযোগ করলে তিনি প্রয়োজনীয় ব্যালট পেপার কেন্দ্রে নিয়ে যাচ্ছেন বলে জানান।

পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তা আরিফুল হক ব্যালট পেপার নিয়ে মরিচা ভোটকেন্দ্রে গেলে তাঁর গাড়ি থেকে সিল মারা ৪০০ পেপার উদ্ধার করে পুলিশ। এই ব্যালটগুলোর মধ্যে নৌকা এবং আরও দুজন নারী ও পুরুষ সদস্য প্রার্থীর প্রতীকে সিল মারা ছিল।

এ ঘটনায় বেলা ৩টার দিকে পুরো ইউপির ভোট স্থগিত করে প্রশাসন। এ ছাড়া অভিযুক্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান সাকিব ও রিটার্নিং কর্মকর্তা আরিফুল হককে আটক করে পুলিশ।

দুজনকে আটকের বিষয়টি বুধবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

অপর দিকে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় সুলতানপুর ইউনিয়নের গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত